বাংলা নিউজ > টুকিটাকি > Padma shri Sankurathri Chandra Sekhar: বিমান দুর্ঘটনায় হারান স্ত্রী-সন্তান, সেই থেকে দুস্থদের পাশে পদ্মশ্রী শঙ্কুরথ্রি

Padma shri Sankurathri Chandra Sekhar: বিমান দুর্ঘটনায় হারান স্ত্রী-সন্তান, সেই থেকে দুস্থদের পাশে পদ্মশ্রী শঙ্কুরথ্রি

১৯৪৩ সালের ২০ নভেম্বর তাঁর জন্ম (sankurathri.org)

Padma Shri Sankurathri Chandra Sekhar: বিমানে বোমা হামলায় হারাতে খুব কাছের মানুষকে। এরপর থেকেই নিজেকে নিয়োজিত করেন সমাজসেবায়। আশি ছুঁই ছুঁই শঙ্কুরথ্রিকেই এবার সম্মানিত করা হল পদ্মশ্রী পুরস্কারে।

এয়ার ইন্ডিয়া কনিষ্ক বম্বিং। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ছিল দুই শিশু ও এক মহিলা। দুই শিশুর বাবা, মহিলাটির স্বামী ছিলেন না ফ্লাইটে। ফলে প্রাণ বেঁচে যান। কিন্তু স্বজন হারানোর তীব্র দুঃখ আবিষ্ট করে ফেলে তাঁকে। তারপর থেকেই জীবনে এক নতুন মোড়। অভাবী মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষামূলক পরিষেবা দিয়ে এসেছেন তিনি। চিকিৎসক শঙ্কুরথ্রি চন্দ্র শেখর। সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারের জন্য নাম ঘোষিত হল তাঁর।

শঙ্কুরথ্রি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার বাসিন্দা। ১৯৪৩ সালের ২০ নভেম্বর তাঁর জন্ম। ছোট্ট ছেলের চোখের সামনেই স্বাধীন হয় ভারত। আটজনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিপূর্ব গোদাবরী জেলার রাজমুন্দ্রি মিউনিসিপ্যাল ​​হাই স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা। এরপর অন্ধ্র বিশ্ববিদ্যালয় ও কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড থেকে পড়াশোনা। পরে কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। শঙ্কুরাথ্রি অটোয়াতে হেলথ কানাডার সাথে একজন বৈজ্ঞানিক মূল্যায়নকারী হিসেবে কাজ করছিলেন। এছাড়াও, কানাডার মৎস্য মন্ত্রকের ভিজিটিং সায়েন্টিস্ট ছিলেন। কানাডার স্বাস্থ্য মন্ত্রকেও কিছুদিন বৈজ্ঞানিক মূল্যায়নকারী হিসেবেও কাজ করেন শঙ্কুরথ্রি।

বর্তমানে আশির কোঠা ছুঁই ছুঁই তাঁর বয়স। চন্দ্র শেখর ১৯৮৫ সালে তাঁর স্ত্রী মঞ্জরি, ছেলে কিরণ এবং মেয়ে সারদা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে যাচ্ছিলেন তাদের গন্তব্যে। সেই ফ্লাইটেই অতঃপর বোমা হামলা। প্রাণ হারান তিনজনেই তীব্র কষ্ট তাড়িয়ে বেরিয়েছে রোজ। এই ঘটনার চার বছর পর ১৯৮৯ সালে তাঁদের স্মরণেই স্থাপিত হয় শঙ্কুরথ্রি ফাউন্ডেশন। সেই থেকে মনের সমস্ত দুঃখ পরিনত হয়েছে সমাজের প্রতি কঠিন সংকল্পে। সমাজের উন্নতির জন্য আজীবন নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করে রেখেছেন। সমাজের সেবায় উৎসর্গ করেছেন নিজেকে।

তাঁর সহায়তায় তিন লক্ষেরও বেশি দুস্থ মানুষ তাদের জরুরি চিকিৎসা পেয়েছেন। সেরে উঠেছেন জটিল রোগের কবল থেকে। ৯০ শতাংশ ক্ষেত্রে সার্জারির কোনও খরচ লাগেনি। এছাড়াও, আর্থিকভাবে দুর্বল এমন ৩৫০০ শিশুকে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থাও করে দিয়েছেন শঙ্কুরথ্রি চন্দ্র শেখর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন