পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Skin Care Tips: ব্রণর সমস্যা? পিএইচ লেভেল ঠিক থাকে না? র্যাশের সমস্যা? বেছে নিন অলরাউন্ডার
গোলাপ জলের নানান ব্যবহার আছে। কেউ রূপচর্চায় ব্যবহার করে তো কেউ রান্নায়। গোলাপ জল ছাড়াও আরও একটি জিনিস হয়, গোলাপের তেল। এটি গোলাপ জলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মধ্যবিত্ত পরিবারের অনেকেই এটাকে রূপচর্চায় ব্যবহার করে থাকেন। ত্বকের যত্ন নিতে এটা ভীষণই সাহায্য করে। তুলোয় করে অল্প গোলাপ জল নিয়ে মুখে লাগালে একাধিক উপকার পাওয়া যায়।
গোলাপ জল কী কীভাবে আমাদের সাহায্য করে দেখে নিন।
- ত্বকের কোনও রকম জ্বালা, ইত্যাদি থেকে গোলাপ জল আমাদের বাঁচায়। সোরিয়াসিস অথবা একজিমা রোগের হলে, গোলাপ জল ব্যবহার করলে উপকার মেলে।
- গোলাপ জলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, যা বিভিন্ন ধরনের সংক্রমণকে দূরে রাখে। অ্যালার্জি হোক বা অন্য কিছু গোলাপ জল উপশম দেবে আপনাকে। কিন্তু আপনি যে গোলাপ জল ব্যবহার করছেন দেখে নেবেন তাতে যেন ওপিওডি অ্যাগনিস্ট না থাকে।
- চোখ ফুলে গেলে, বা বায়ু দূষণের কারণে চোখে সমস্যা হলে তার হাত থেকেও রক্ষা করে গোলাপ জল।
- আমাদের ত্বকের প্রাকৃতিক পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে গোলাপ জল। এটাকে আপনি মুখ ধোয়ার পর টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ পিএইচ লেভেল গন্ডগোল করলে সেটার কারণে নানান সমস্যা যেমন ব্রণ, ফুসকুড়ি, ইত্যাদি হতে পারে।
- আলাদা করে টোনার না কিনে গোলাপ জলকেই টোনার হিসেবে ব্যবহার করুন। এটা মুখ পরিষ্কার রাখার সঙ্গে ত্বক ভালো রাখে। দিনে অন্তত দুবার তুলোয় করে গোলাপ জল মুখে লাগান দেখবেন সুফল পাবেন।