সঙ্গী কিছুতেই মনের কথা বোঝে না। এমন অভিযোগ অনেকেরই। চোখমুখ দেখেই বুঝে নিক আমি কী ভাবছি, এই ইচ্ছেও থাকে অনেকের। কিন্তু সবসময় তা হয়ে ওঠে না। তবে ধরা যাক, এমন কেউ আপনার জীবনে এল, যে আপনার সবটা বোঝে? আপনি কী ভাবছেন তা আপনাকে দেখেই বলে দিতে পারে। তাহলে কেমন হবে বলুন তো? ভাবছেন তো, আদৌ এমন কাউকে জীবনে পাওয়া যায় না, সবটাই ওই ‘ধরে নেওয়া ’! কিন্তু নাহ্, আদতে তা নয়। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে এই জিনিস সম্ভব হতে চলেছে। এমনটাই খবরই উঠে এল সংবাদের শিরোনামে।
আরও পড়ুন: আয়ুর্বেদের ৫ ভেষজই কমাবে হাঁপানি, গরমেও হবে না কষ্ট, জেনে নিন কী কী
আরও পড়ুন: ৫ উপাদানের কারণে হাঁপানির সমস্যার চরম ভোগায়, এই গরমে আপনি সাবধান তো
আধুনিক বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়জয়কার। নানা ক্ষেত্রেই এআইয়ের ব্যবহার রীতিমতো চমকে দিচ্ছে মানুষকে। কিছুদিন আগে একটি বিশেষ এআই মডেল আবিষ্কার করেন দুই জাপানি বিজ্ঞানীরা। ঘুমন্ত অবস্থায় আমরা কী স্বপ্ন সে সব ছবি এঁকে দিতে পারবে ওই মডেল, দাবি ছিল এমনটাই। এবার তার থেকে এক ধাপ এগিয়ে গেল নয়া আবিষ্কৃত মডেল। অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী একটি নতুন ধরনের এআই মডেল আবিষ্কার করলেন যার কাজ মনের কথা পড়ে ফেলা। এবং এর পদ্ধতিটি ননইনভেসিভ। অর্থাৎ কোনও ছুঁচ বা নল ফুটিয়ে আপনার মনের কথা বোঝার চেষ্টা করা হবে না। শুধু দেখেই বলে দেবে আপনার মনে চলতে থাকা কথা। সম্প্রতি নেচার নিউরোসায়েন্স পত্রিকায় প্রকাশিত হয় এই বিশেষ গবেষণাপত্র।
গবেষকদের কথায়, এই বিশেষ মডেল তৈরিতে গুগল বার্ড বা ওপেন এআইয়ের চ্যাটজিপিটির মতো একটি ট্রান্সফর্ম মডেল ব্যবহার করা হয়েছে। তাই দিয়েই কারও মনের কথা শব্দে লিখে দেবে ওই যন্ত্র। তবে এই আবিষ্কারের অন্য প্রয়োজনীয়তা আছে বলেও দাবি করছেন গবেষকরা। তাঁদের কথায়, মানসিক দিক থেকে যারা বিশেষভাবে সক্ষম, তাদের অনেক উপকারে লাগবে এই যন্ত্র। শুধু তাই নয়, আরেকটি দিক থেকেই এই এআই মডেল বিশেষ হয়ে উঠেছে। ননইনভেসিভ পদ্ধতিতে কাজ করবে এটি যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup