বাংলা নিউজ > টুকিটাকি > Corona Fourth Wave: ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ, ঠিক কী কী মনে রাখবেন? বলেদিলেন চিকিৎসক

Corona Fourth Wave: ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ, ঠিক কী কী মনে রাখবেন? বলেদিলেন চিকিৎসক

আবার বাড়তে শুরু করেছে করোনা। 

আবার ব্যাপক হারে বাড়ছে করোনা। তাহলে কি চতুর্থ ঢেউ এসেই গেল?

ব্যাপক হারে বাড়ছে করোনার সংক্রমণ। দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় মারাত্মক হারে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে। অনেকেই বলছেন করোনার চতুর্থ ঢেউ এসে গিয়েছে। 

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কী কী মনে রাখা উচিত। সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন Public Health Foundation of India (PHFI)-র সভাপতি চিকিৎসক কে শ্রীনাথ রেড্ডি। Livemint.com-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে কী কী মনে রাখতে হবে। 

করোনা সংক্রমণ বাড়ছে, তাই কী কী কথা মনে রাখতেই হবে?

চিকিৎসক কে শ্রীনাথ রেড্ডি বলছেন, কয়েকটি বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে।

  • মাস্ক ব্যবহার করুন। অনেকেলই আগের মতো নিয়ম মেনে মাস্ক পরছেন না। সেই অভ্যাস দ্রুত ফিরিয়ে আনাই ভালো। 
  • এমন জায়গায় বেশি সময় কাটান, যেখানে হাওয়া চলাচল করে ভালো চকরে। বদ্ধ জায়গায় শরীরে ভাইরাস ঢোকার আশঙ্কা অনেকখানি বেড়ে যায়। 
  • অনেকেই ইতিমধ্যে টিকা নিয়ে ফেলেছেন। যাঁরা নেননি, তাঁদের অবিলম্বে টিকা নিতে হবে। টিকার কোর্স সম্পূর্ণ করতে হবে। আর যাঁদের বুস্টার নেওয়ার সময় হয়ে গিয়েছে, তাঁদের বুস্টার ডোজটি নিতেই হবে। করোনাভাইরাসের বিরুদ্ধে যে বুস্টার অত্যন্ত কার্যকরী তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। সেটা মনে রাখুন। 

এর পাশাপাশি শিশুদের দিকে এই সময়ে বিশেষভাবে নজর দেওয়ার কথাও বলছেন চিকিৎসক কে শ্রীনাথ রেড্ডি। তাঁর বক্তব্য, যেহেতু ১২ বছরের নীচের শিশুদের টিকাকরণ শুরু হয়নি, তাই তাঁদের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা বেশি। ফলে তাদের দিকে এই সময়ে বেশি করে নজর দিতে হবে। তারাও যেন মাস্ক ব্যবহার করে ন

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন