আলোর উৎসব প্রায় এসেই গিয়েছে। অনেকের বাড়িতেই দেরাজ থেকে বার করা হচ্ছে টুনি বাল্ব। যাঁদের পুরনো আলো নেই, তাঁরা ইতিমধ্যেই দোকান থেকে কিনতে শুরু করে দিয়েছেন বাড়ি সাজানোর উপকরণ। তার সঙ্গে পাড়ার দোকান থেকে চলছে প্রদীপ কেনাও।
এমন এক আলোর উৎসবের মেজাজকে আরও একটু সুন্দর করে দিতে উদ্যোগ নেওয়া হল গুগলের তরফে। দীপাবলি যাতে আরও একটকু উজ্জ্বল হয়ে ওটে, সেই লক্ষ্যে গুগলের তরফে নিয়ে আসা হল নতুন ফিচার। সেটিই এই সময়ে ব্যবহারকারীদের জন্য গুগলের উপহার।
কী এই উপহার? কীভাবেই বা দেখা যাবে সেটি?
এই উপহার পেতে গুগলের সার্চ বারে গিয়ে ইংরেজিতে লিখতে হবে ‘দিওয়ালি’ (Diwali)। তার পরে সার্চ বোতামে ক্লিক করলেই তা চলে যাবে পরের পাতায়। সেখানে ইংরেজিতে ‘দিওয়ালি’ (Diwali) লেখাটির পাশে রয়েছে একটি জ্বলন্ত প্রদীপের ছবি। ফোনের ক্ষেত্রে স্ক্রিনের ডানদিকে এবং কমপিউটারের ক্ষেত্রে বাঁদিকে পাওয়া যাবে এই প্রদীপের ছবিটি। সেটিতে ক্লিক করলেই পাওয়া যাবে এই উপহার।
দেখে নেওয়া যাক, কী সেই উপহার?
ওই ‘দিওয়ালি’ লেখায় ক্লিক বা টাচ করলেই স্ক্রিন হয়ে যাবে অন্ধকার। দেখা যাবে, স্ক্রিনের এখানে ওখানে ছড়িয়ে আছে কয়েকটি প্রদীপ। কিন্তু কোনওটিই জ্বলছে না। জ্বলছে একটি মাত্র প্রদীপই। আর সেই জ্বলন্ত প্রদীপটিকে ঠেলে ঠেলে বাকি প্রদীপের কাছে নিয়ে গেলেই একে একে সেগুলি জ্বলে উঠবে। সব ক’টি প্রদীপ জ্বলে উঠলেই স্ক্রিন হয়ে যাবে আলোকোজ্জ্বল।

উৎসবরে মরশুমে এমনই এক উপহার দেওয়া হয়েছে গুগলের তরফে। এ কথা সার্চ ইঢ্জিনটির তরফে ট্যুইট করেও জানানো হয়েছে। সেই ট্যুইট অতি দ্রুত হাজার হাজার মানুষ পছন্দ করেছেন। অনেকেই বলেছেন, এই দারুণ অ্যানিমেশনটি তাঁদের ভালো লেগেছে।
তবে এটিই প্রথম বার নয়। অনেক বড় অনুষ্ঠানের সময়েই গুগলের তরফে এ ধরনের ডুডল বানানো হয়। আর তার প্রত্যেকটিই দারুণ জনপ্রিয় হয় ব্যবহারকারীদের মধ্যে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।