বাংলা নিউজ > টুকিটাকি > Unhealthy Habit: আপনি কি টুথব্রাশ বাথরুমে রাখেন? কী বিপদ ডেকে আনছেন, জানেন না

Unhealthy Habit: আপনি কি টুথব্রাশ বাথরুমে রাখেন? কী বিপদ ডেকে আনছেন, জানেন না

টুথব্রাশ বাথরুমে রাখলে কী হয়?

অনেকেই বাথরুমে টুথব্রাশ রেখে দেন। এটির ফলাফল মারাত্মক হতে পারে। কেন জানেন?

এখন শহরের বাড়িগুলির বাথরুমের মধ্যেই থাকে বেসিন। দেখা যায় যে প্রায় সবাই এই বাথরুমের বেসিনে পেস্ট ও টুথব্রাশ রাখেন। এমনকী সেখানে দাঁড়িয়েই নিয়মিত দাঁত ব্রাশ করেন। কিন্তু জানেন কি এর ফলে দাঁত পরিষ্কার হওয়ার চেয়ে মুখ ও শরীর বেশি নোংরা হচ্ছে?

সম্প্রতি এক গবেষণার তথ্য বলছে, বাথরুমে রাখা টুথ ব্রাশে মলজনিত জীবাণু থাকার আশঙ্কা ৬০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের কুইনিপ্যাক ইউনিভার্সিটির এ নিয়ে গবেষণা করেছে। তাদের গবেষণায় দেখা গিয়েছে, মলের ভেতর থাকা জীবাণু বাতাসে অনেক ক্ষণ ভেসে থাকে এবং টুথব্রাশে চলে আসে।

টুথব্রাশ কভার দিয়ে ঢেকে রাখলে তাতে জীবাণু আরও সহজে বাসা বাঁধতে পারে। কারণ ব্রাশ করার পর সেটি কভার দিয়ে ঢেকে ফেলায় ব্রাশ শুকানোর সুযোগ পায় না। ভেজা অবস্থায় থাকার কারণে জীবানু আরও জাঁকিয়ে বসতে পারে। ঠান্ডা জল,গরম জল বা মাউথওয়াশ কোনও কিছুতেই জীবাণু মুক্ত হওয়া যায় না।

বিশেষজ্ঞদের মতে, এটার একমাত্র সমাধান হতে পারে নিজের টুথব্রাশটা বাথরুমের পরিবর্তে ঘরে রাখা। তা না হলে ডায়রিয়া, চামড়ায় ফুঁসকুড়ি, কানে সংক্রমণ-সহ নানা রোগব্যাধী শরীরে বাসা বাঁধতে পারে।

বন্ধ করুন
Live Score