বাংলা নিউজ > টুকিটাকি > Tulsi Facepack: ব্রনের দাগে মুখ ভর্তি? কালীপুজোর আগেই দূর করুন এই ফেসপ্যাকের সাহায্যে

Tulsi Facepack: ব্রনের দাগে মুখ ভর্তি? কালীপুজোর আগেই দূর করুন এই ফেসপ্যাকের সাহায্যে

তুলসির ফেস প্যাক

Tulsi Facepack: মুখের কালো দাগ ছোপ তুলতে ব্যবহার করুন তুলসির ফেস প্যাক। হয় বাজার থেকে গুঁড়ো কিনে আনুন, অথবা বাড়িতে পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন।

ত্বক কালচে দাগ-ছোপ, ব্রনের দাগে ভরে থাকে? ভালো লাগবে দেখতে? একদমই না। সব ছবিতে মনে হয় যেন একটা খুঁত রয়ে গিয়েছে। তাহলে কি করণীয়? এগুলোকে ভ্যানিশ করতে যান সকলেই। কিন্তু সেটা কীভাবে সম্ভব?

সম্ভব সম্ভব! সব সম্ভব। কথায় আছে, চাইলে বাঘের দুধ পাওয়া যায়, আর সামান্য ব্রনের দাগ তুলে ফেলা যাবে না? আলবাত যাবে। বাড়িতে বানিয়ে ফেলুন তুলসির ফেস প্যাক। এই ফেস প্যাক যেমন আপনার মুখের কালো দাগ ছোপ দূর করবে, তেমনই ফিরিয়ে আনবে জেল্লা। এবার ভাবছেন তুলসি পাতা কোথায় পাবেন? দেখুন অনেকের বাড়িতেই তুলসি গাছ থাকে। সেখান থেকে পাতা তুলে শুকিয়ে নিয়ে পারেন ৪-৫ দিন রোদে রেখে। তারপর গুঁড়ো করে নিন। অথবা সোজাসুজি বাজার থেকেই তুলসির গুঁড়ো কিনে নিন।

১.তুলসি পাতার গুঁড়োর সঙ্গে দই মিশিয়ে রোজ মুখে মাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ভালো উপকার পাবেন।

২. আপনার যদি অয়েলি স্কিন হয় সঙ্গে ব্রণর সমস্যায় ভুগে থাকেন তাহলে তুলসি পাতারুসংয়ে নিমপাতা এবং লবঙ্গ একসঙ্গে বেটে নিন। এবার ফেস মাস্ক বানিয়ে তাতে সামান্য জল মিশিয়ে মুখে ভালো করে লাগান। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন ঠাণ্ডা জল দিয়ে। এতে ব্রণর দাগ ছোপ দূর হবে।

৩. তুলসি পাতার গুঁড়োর সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেটা মুখে লাগান। মিনিট পনের রেখে ধুয়ে ফেলুন। ভালো উপকার পাবেন।

৪. ব্রণ হতো আগে খুব, সেটার কালো দাগ ছোপ পড়ে গিয়েছে মুখে? সেটা দূর করতে তুলসি পাতার গুঁড়োর সঙ্গে নিমপাতা বেটে নিয়ে এক চামচ লেবুর রস মিশিয়ে প্যাক বানান। তারপর এটা মিনিট দশেক মতো মুখে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এতে মুখ পরিষ্কার হবে।

বন্ধ করুন