বাংলা নিউজ > টুকিটাকি > Viral news naegleria fowleri: ট্যাপকল থেকেই নাকি ‘ঘিলু খেকো’ অ্যামিবা শরীরে! তরতাজা যুবকের মৃত্যু নিয়ে ভয়

Viral news naegleria fowleri: ট্যাপকল থেকেই নাকি ‘ঘিলু খেকো’ অ্যামিবা শরীরে! তরতাজা যুবকের মৃত্যু নিয়ে ভয়

ট্যাপকল থেকেই নাকি ‘ঘিলু খেকো’ অ্যামিবা শরীরে! (Freepik)

Viral news naegleria fowleri: বেশ সর্দি জমেছিল নাকে ও গলায়। তাই ট্যাপকলের জল দিয়ে নাক পরিষ্কার করছিলেন। তারপরেই শরীর অসুস্থ লাগতে থাকে।

অন্যান্য দিনের মতোই খাওয়াদাওয়ার পর হাত ধুচ্ছিলেন স্যাম (নাম পরিবর্তিত)। কয়েকদিন ধরে সর্দি। তাই গলা ও নাকের কফও পরিস্কার করে নিলেন সেই সঙ্গে। এরপর কিছুটা বিশ্রাম। বিকেল থেকে আবার কাজ। কিন্তু বিশ্রামের পর আর শরীরটা যেন ভালো লাগছে না। লাঞ্চ সেরে বিশ্রাম নেওয়ার পর চাঙ্গা হবেন ভেবেছিলেন। ক্লায়েন্টের জরুরি মিটিংটা সেরে নেবেন, এমনটাই কথা ছিল। শরীর সায় দিল না তাতে। বেশ দুর্বল লাগছিল বিকেল থেকেই। রাতের দিকে ধীরে ধীরে শরীর আরও খারাপ হতে শুরু করল। কী হল হঠাৎ? সর্দি হলেও তো ঠিক এতটা বাড়াবাড়ি হয় না কখনই!

আরও পড়ুন: বিয়ের দিনে বাথরুমে মায়ের সঙ্গে এ কী করছেন বর! দেখে চমকে উঠলেন কনে

সম্প্রতি ফ্লোরিডার স্বাস্থ্য দফতর বিবৃতি দিয়ে জানায় সেই বিকেলে অসুস্থ হয়ে পড়ার পর মৃত্যু হয়েছে স্যামের। কেন এই হঠাৎ মৃত্যু? সামান্য জ্বর সর্দি কাশি থেকে মৃত্যু হতে পারে? নাকি কোনও বড়সড় ভাইরাসের সংক্রমণ? বা অন্য কিছু!

ফ্লোরিডার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, একটি আ্যামিবার কারণেই মৃত্যু হয় স্যামের। নেইগেলেরিয়া ফাউলেরি নামের এই অ্যামিবাটি আসলে ঘিলু খেয়ে নেয় (ব্রেইন ইটিং)’! এই অ্যামিবাই আক্রমণ করেছিল স্যামের শরীরে। তাই কয়েকদিনের মাথায় মৃত্যু।

আরও পড়ুন: কন্ডোমের পাহাড়! নামী মডেলরা তার সামনেই করছেন নানা কায়দা, ভিডিয়ো রাতারাতি Viral

শার্লট কাউন্টির বাসিন্দা স্যামের মৃত্যুর লক্ষণ, খুঁটিনাটি বিষয়ে বিশেষ কিছু জানায়নি স্বাস্থ্য দফতর। তবে কীভাবে ওই অ্যামিবা স্যামের শরীরে ঢুকল তা জানানো হয়। বলা হয়, ট্যাপকলের জল দিয়ে নিজের নাক পরিষ্কার করছিলেন স্যাম‌। সেই সময় জল মারফত নাকে ঢুকে প্রাণঘাতী নেইগেলেরিয়া। এরপর সেখান থেকে পৌঁছে যায় মস্তিস্কের কোষে। তারপরেই ধীরে ধীরে শুরু ধ্বংসযজ্ঞ। মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কোষগুলিকে আত্মসাৎ করতে থাকে অ্যামিবাটি।‌ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্যাম।

আমেরিকান ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা সিডিসির তরফেও জানানো হয়নি রোগীর ব্যক্তিগত তথ্য। বরং বলা হয়, সোমবার ওই রোগীর মৃত্যু হয়েছে‌। বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশ্বাস নেইগেলেরিয়া ফাউলেরি অ্যামিবার কারণেই এই মৃত্যু। সম্ভবত, ট্যাপকলের জল না ফুটিয়েই ব্যবহার করেছিল স্যাম। যার ফলে এমন পরিণতি হয়!

এদিকে সাউথ কোরিয়াতেও সম্প্রতি মিলেছে একই খবর। নেইগেলেরিয়া ফাউলেরি নামক অ্যামিবায় আক্রান্ত হয়ে সেখানেও মারা গিয়েছেন একজন‌। সাউথ কোরিয়াতে এই প্রথম খোঁজ মিলল এই প্রাণঘাতী অ্যামিবার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন