বিয়ে নিয়ে অনেকেই নানারকম স্বপ্ন দেখেন। এই নিয়ে বহুদিন আগে থেকে বিভিন্ন পরিকল্পনাও চলতে থাকে। দেখা যায়, বিয়ের কয়েক মাস আগে থেকেই পুরো দমে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিয়ের দিনটির জন্য ভীষণ আগ্রহে রাতের পর রাত প্রতীক্ষা করেন সবাই। অনেক আয়োজন শেষে আসে সেই কাঙ্খিত দিনটি। সেই দিন দুজনের চার হাত এক হওয়ার দিন। তবে এই নিয়ে বেশ চিন্তায় থাকেন অনেকে। সব ঠিকঠাকভাবে হবে কিনা ভেবে বিশাল চিন্তার মধ্যে থাকেন বর ও কনে দুই পক্ষ। কোনও কিছুতে যাতে ভুলচুক না হয়, সেদিকেও খেয়াল রাখতে হয়।
এই দিনটিতেই যদি হঠাৎ করে কোনও অপ্রিয় ঘটনা ঘটে যায়? যদি এমন কিছু ঘটে যা কেউ আশাই করতে পারেন না কখনও? হ্যাঁ, এমনটাও হতে পারে। বরং অনেক বিয়েতেই এমন অশোভন ঘটনা ঘটে। দেখা যায়, এমন একটা ঘটনা ঘটল যে পুরো বিয়েটাই ভেস্তে গেল। সম্প্রতি তেমনই একটি ঘটনার সাক্ষী হল ব্রিটেন। সেখানে একটি শোয়ে অতিথির মুখে শোনা গেল অভিনব এক কাহিনি যা আগে কেউ শুনেছে বলে মনে হয় না। শোয়ের হোস্টকে কথায় কথায় একটি গল্প বলতে শুরু করেন তিনি। সেখানেই জানান, তার পরিচিত এক মেকাপ আর্টিস্টের কাছ থেকে শোনা একটি গল্প। কী ছিল সেই গল্প?
আরও পড়ুন: ৭ পুচকে থাকতেও আরও একটি শিশু চেয়েছিলেন মা, শেষে একসঙ্গে ক'জন জন্মাল জানেন!
মহিলা জানান, একবার এক বিয়েতে গিয়েছিলেন তার সেই মেকাপ আর্টিস্ট। সেখানেই হবু কনেটি মেকাপের পর টয়লেটে যায়। আর টয়লেটে গিয়ে তার হবু বরকে একটি চরম মুহূর্তে দেখে ফেলে। না কারও সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত ছিলেন না হবু বর। কী করছিলেন? আগ্রহী হয়ে জিজ্ঞেস করেন হোস্ট। যৌনতা করছিলেন পুরুষটি? এমনটাও আন্দাজ করেন এই হোস্ট। কিন্তু মহিলাটি জানান, কোনও যৌন বিষয় নয়। তার থেকেও খারাপ অবস্থায় দেখেন হবু কনেটি। কী ছিল সেই দৃশ্য? টয়লেট থেকে বেরোনোর সময় বউটি দেখেন তার হবু বর মায়ের দুধ খাচ্ছেন! এ তো বড় ধেড়ে ছেলের কাজ দেখে হতভম্ব হয়ে যান সেই কনে। কথাটা শোনামাত্রই হাসিতে ফেটে পড়েন হোস্টটি। একইসঙ্গে এই গল্প বলার ভিডিয়োটিও দেদার ভাইরাল হয়ে যায়! সেই ভাইরাল ভিডিয়োটি ইউটিউবে অসংখ্যবার শেয়ারও হয়েছে!
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup