বাংলা নিউজ > টুকিটাকি > Destination wedding: আকাশভরা সূর্যতারার মাঝেই মালাবদল করবেন নাকি? মহাকাশে বিয়ে করতে খসবে কত

Destination wedding: আকাশভরা সূর্যতারার মাঝেই মালাবদল করবেন নাকি? মহাকাশে বিয়ে করতে খসবে কত

আকাশভরা সূর্যতারার মাঝেই মালাবদল করবেন নাকি (Twitter)

ডেস্টিনেশন ওয়েডিং এখনকার বিয়ের নতুন ট্রেন্ড। দুজনের প্রিয় কোনও এক জায়গায় গিয়ে বিয়ে করার নামই ডেস্টিনেশন ওয়েডিং। অনেকে এই গন্তব্য হিসেবে বেছে নেন পছন্দের পাহাড় বা সমুদ্রের ধার। অনেকে আবার বেছে নেন প্রকৃতির শান্ত কোল।

ডেস্টিনেশন ওয়েডিং এখনকার বিয়ের নতুন ট্রেন্ড। দুজনের প্রিয় কোনও এক জায়গায় গিয়ে বিয়ে করার নামই ডেস্টিনেশন ওয়েডিং। অনেকে এই গন্তব্য হিসেবে বেছে নেন পছন্দের পাহাড় বা সমুদ্রের ধার। অনেকে আবার বেছে নেন প্রকৃতির শান্ত কোল। প্রিয় জায়গায় গিয়েই গাঁটছড়া বাঁধেন তাঁরা। এটি যে সবাই শুধু ট্রেন্ডি হওয়ার জন্য করেন, তেমনটা নয়। বরং রোজকার চেনাজানা জগতের থেকে কিছুটা আলাদা পরিবেশে গিয়ে সেখানেই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুয়াৎ করে। তবে সবার প্রিয় জায়গা তো এক হয় না। কারও পছন্দ সমুদ্রের ধার, তো কারও পছন্দ পাহাড়ের উপত্যকা। কেউ আবার পছন্দ গাছপালা ঘেরা বড্ড সুন্দর কোনও নিভৃত স্থান। কিন্তু কার পছন্দ যদি মহাকাশ হয়? মহাশূন্যের মধ্যেই যদি কেউ বিয়ের মালাবদল করতে চান? চিন্তা নেই, তেমন ব্যবস্থা নিয়েই এগিয়ে এল একটি সংস্থা। প্রতি মানুষ পিছু ১ কোটি টাকা দিলেই তা সম্ভব।

আরও পড়ুন: গরমে এই খাবার খেলেই বিপদ! মারাত্মক শরীর খারাপে ভোগার আশঙ্কা

আরও পড়ুন: রোজ রাতে আবার চালাতে হচ্ছে এসি? কী করলে কারেন্ট একদম কম পুড়বে

স্পেস পারস্পেকটিভ নামে সম্প্রতি একটি সংস্থা এমনটাই ঘোষণা করেছে। জানানো হয়েছে, মহাশূন্যে গিয়েও এবার নিজেদের ডেস্টিনেশন ওয়েডিং সফল করে তোলা যেতে পারে। আকাশভরা সূর্যতারার মাঝেই সেরে ফেলা যাবে মালাবদল। এর জন্য বিশেষ ব্যবস্থাও করছে ওই সংস্থা। বলা হয়েছে, আকাশের মাঝে একটি বিশাল কার্বন নিরপেক্ষ বেলুনের মধ্যে করে উড়িয়ে নিয়ে যাওয়া হবে হবু দম্পতিকে। সেই বেলুনের গায়ে প্রচুর জানালাও থাকবে যার মারফত দেখা যাবে পৃথিবীকে। পৃথিবীর অক্ষে থাকবে এই বেলুনটি। মোট ছয় ঘন্টার জন্য মহাকাশে ভেসে বেড়াবে এই বেলুন। যা পৃথিবী থেকে মোট ১০০,০০০ ফুট উপরে নিয়ে যাবে বর কনে দুজনকেই। 

আপাতত, ২০২৪ সাল থেকে শুরু হতে চলেছে এই বিশেষ ওয়েডিং ডেস্টিনেশনের পরিষেবা। তবে টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সংস্থার সূত্রে খবর, ১০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে এর মধ্যেই। সংস্থার এই বিশেষ বেলুনগুলি পুনর্ব্যবহারযোগ্য হাইড্রোজেন গ্যাসের সাহায্যেই চলবে। এর ফলে পরিবেশ দূষণের আশঙ্কাও কমবে অনেকটাই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন