যোনি মূলত ‘সেল্ফ ক্লিনিং অর্গান’ হিসাবে পরিচিত। যোনি নিজে থেকেই তার পিএইচ ভারসাম্য রক্ষা করতে পারে। তবে ডাউচিং করে তা পরিচ্ছন্ন করার চেষ্টায় ব্যাকটেরিয়াল সংক্রমণ যোনিতে বাড়তে পারে। বলছেন বিশিষ্ট চিকিৎসক বন্দনা রামানাথন।
1/5মহিলাদের যৌনাঙ্গ পরিচ্ছন্ন রাখা নিয়ে নানান সময়ে বহু ধরনের ভ্রান্ত ধারণা আলোচনায় চলে আসে। ভ্যাপসা গরমের দিনে যৌনাঙ্গের আশপাশে নানান ধরনের চুলকানি বা অস্বস্তিজনক অবস্থা তৈরি হয়। এছাড়াও যৌনাঙ্গ পরিষ্কার না রাখলে নানা ধরনের সংক্রমণ থেকে অসুস্থতার আশঙ্কাও থাকে। একনজরে দেখে নেওয়া যাক, যৌনাঙ্গ পরিচ্ছন্ন রাখতে গিয়ে কোন কোন ভুল সাধারণত হয়ে যায়।যে কাজগুলি থেকে দূরে থাকা প্রয়োজন মহিলাদের সুস্থাস্থ্যের জন্য। (Unsplash)
2/5ডাউচিং: যোনি মূলত ‘সেল্ফ ক্লিনিং অর্গান’ হিসাবে পরিচিত। যোনি নিজে থেকেই তার পিএইচ ভারসাম্য রক্ষা করতে পারে। তবে ডাউচিং করে তা পরিচ্ছন্ন করার চেষ্টায় ব্যাকটেরিয়াল সংক্রমণ যোনিতে বাড়তে পারে। বলছেন বিশিষ্ট চিকিৎসক বন্দনা রামানাথন। উল্লেখ্য, যোনির ভিতরে আলাদা এরে এক বিশেষ পণ্য দ্বারা পরিষ্কার করার উপায়কে ডাউচিং বলা হয়। ডাউচিং থেকে বহু সংক্রমণ আসতে পারে বলে মনে করা হয়। (Unsplash)
3/5ঘামে ভেজা অন্তর্বাস: গরমের দিনে বিশেষ করে ঘামে ভেজা অন্তর্বাস থেকে মহিলাদের যোনিতে নানান রকমের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। ঘামে ভেজা অন্তর্বাস বহুক্ষণ পরলেও নানান সংক্রমণ ছড়ায়। সিন্থেটিক কোনও অন্তর্বাস যোনির পরিচ্ছন্নতায় বড় অন্তরায় হতে পারে। (Unsplash)
4/5সুগন্ধী সাবান: যোনি পরিচ্ছন্ন রাখতে জলই যথেষ্ট বলে মত বহু বিশেষজ্ঞের। অতিরিক্ত সুগন্ধী সাবান ব্যবহার করে তা পরিচ্ছন্ন রাখা জরুরি নয় বলেও তাঁদের মত। সুগন্ধী জেল বা স্প্রে দ্বারা যোনি পরিষ্কার একেবারেই অনুচিত বলে মত অনেকের। (Unsplash)
5/5পিরিয়ডসের সময় কী জরুরি: বিশেষত, পিরিয়ডসের সময়ে নির্দিষ্ট সময় অন্তর প্যাড বা ট্যাম্পন বদল খুব জরুরি। অনেকেই মনে করেন প্যাড বহুক্ষণ ধরে পরে থাকা যায়। তবে পরিচ্ছন্ন থাকতে তা নির্দিষ্ট সময়ে বদলে ফেলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। (Unsplash)