বাংলা নিউজ > টুকিটাকি > World Cancer Day 2022: বিশ্ব ক্যানসার দিবস: এবার কোন বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে? এ বছরের থিম কী

World Cancer Day 2022: বিশ্ব ক্যানসার দিবস: এবার কোন বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে? এ বছরের থিম কী

বিশ্ব ক্যানসার দিবসের থিম কী? (ফাইল ছবি)

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। এ বছরে এই দিনটি কোন থিমের উপর পালন করা হচ্ছে? লিখছেন রণবীর ভট্টাচার্য

৪ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ক্যানসার দিবস হিসাবে পালন করা হয়। ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি প্যারিসে বিশ্ব ক্যানসার সামিট আয়োজিত হয়েছিল। সেখানেই ঠিক হয়, এই দিনটি বিশ্ব ক্যানসার দিবস বা বিশ্ব ক্যানসার সচেতনতা দিবস বা বিশ্ব ক্যানসার প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হবে।

প্রতি বছর বিশ্ব ক্যানসার দিবসের জন্য আলাদা আলাদা থিম ঠিক করা হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। এই বছরের থিম হল #CloseTheCareGap অর্থাৎ চিকিৎসা, সমবেদনা বা সমমর্মিতার ক্ষেত্রে কোনও রকম ফারাক রাখা যাবে না।

চিকিৎসার ক্ষেত্রে মস্ত বড় একটা সত্যি হল বৈষম্য। বৈষম্য বিভিন্ন রকমের হতে পারে। তবে ভারতের মতো দেশের ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য বড় ভূমিকা পালন করে ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে।

দীর্ঘদিন ধরে ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসা বেশিরভাগ নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তার হাতে নাতে প্রমাণও রয়েছে। পরিসংখ্যান বলছে, বর্তমানে ক্যানসারে গোটা পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়, তার ৬৫% দেখা যায় গরিব দেশগুলিতেই।

ইউরোপের ধনী দেশগুলি বা আমেরিকায় ক্যানসারের কারণে মৃত্যু হয় না— তাও নয়। কিন্তু সে সব দেশেও ক্যানসারে মৃত্যুর পরিমাণ বেশি দেখা যায় নিম্নবিত্ত, মূলবাসী, অভিবাসী, উদ্বাস্তু এবং গ্রামীণ সমাজের মানুষের মধ্যেই। 

তাই এ বছর ৪ ফেব্রুয়ারি কোনও দেশ, স্থান, কাল, পাত্রের ভেদাভেদ নয়, সকল ক্যানসার আক্রান্ত যেন সেরা চিকিৎসা পেতে পারেন, এই দিকটি সুনিশ্চিত করার দিকে নজর দেওয়া হচ্ছে। তাই এবারের থিম সত্যিই যথার্থ এবং সামনের ভবিষ্যতের কথা ভেবে সময়োপযোগী।

বন্ধ করুন