গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল জিউস, এক সারমেয়। সে কোনও সাধারণ কুকুর ছিল না, বিশ্বের সবথেকে লম্বা কুকুর স্বীকৃতি মিলেছিল জিউসের। কিন্তু বেশিদিন বাঁচা হল না তার। মাত্র তিন বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেল সারমেয়টি। সাম্প্রতিক কালের সবথেকে লম্বা এই কুকুরটি এর আগে হাড়ের ক্যান্সারে আক্রান্ত হলেও তা থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠছিল। কিন্তু নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে জীবনহানি ঘটলো জিউসের। আসুন জেনে নেই জিউজ সম্পর্কে বিস্তারিত তথ্য। ব্রিটেনের টেক্সাস অঙ্গরাজ্যের বেটফোর্ড শহরে বসবাস করত এই জিউস, যার উচ্চতা ছিল ৫.১৮ ইঞ্চি, অর্থাৎ মিটারের হিসাবে ১ মিটারের কাছাকাছি।
(আরও পড়ুন: যেসব টিমগুলি শুধু ঘরোয়া লিগ খেলছে তাদের প্লেয়ার ছাড়তে কী সমস্যা, এশিয়ান গেমস নিয়ে প্রশ্ন ছেত্রীর)
সে দেশের সংবাদ মাধ্যম স্কাই নিউজ দ্বারা খবরটি প্রথম প্রচারিত হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পুরস্কৃত হওয়া জিউস মাত্র তিন বছর বয়সে মারা যাওয়ায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ তার দেখভালের দায়িত্বে থাকা ব্রিটানি থেকে সাধারণ মানুষের একাংশ। ব্রিটানি স্কাই নিউজকে জানান, জিউসের সামনের পায়ে ক্যান্সার ধরা পড়লে অস্ত্র প্রচার করা হয়, কিন্তু ক্যান্সার নয় শেষ পর্যন্ত নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মারা গেছেন জিউস। ৫ ইঞ্চি লম্বা এই সারমেয়টি সম্পর্কে বলতে গিয়ে ব্রিটানি জানান, সে অত্যন্ত নম্র, আদুরে এবং জেদি স্বভাবের ছিল।
জিউসের ডাক্তার এবং নার্সরা তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে সুস্থ করা যায়নি। সর্বশ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার জন্য একটি তহবিল গঠন করা হলেও তা আর কাজে আসেনি। জিউসের মৃত্যু সংবাদ পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এডিটর-ইন-চিফ গ্লেনডে। স্কাই নিউজকে তিনি জানিয়েছেন, ‘জিউস সব সময় আমাদের মুখে হাসি ফোটাত, সে যেখানেই যাক না কেন, সকলকে আনন্দ দিত। জিউসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত হয়েছি।’ বিশ্বের সবথেকে লম্বা কুকুরের মৃত্যু স্বাভাবিকভাবেই আলোড়ন ফেলেছে সারমেয়প্রেমী নাগরিকদের মনে।