বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office Collection Day 8: ধামাকেদার প্রথম সপ্তাহ পার! ৮ দিনের শেষে ‘জওয়ান’ বোমায় কত ঘরে তুলল শাহরুখ-গৌরী?

Jawan Box Office Collection Day 8: ধামাকেদার প্রথম সপ্তাহ পার! ৮ দিনের শেষে ‘জওয়ান’ বোমায় কত ঘরে তুলল শাহরুখ-গৌরী?

বক্স অফিসে ৮ দিনে কত কোটি সংগ্রহ করল জওয়ান?

বৃহস্পতিবারেও খারাপ লক্ষ্মীলাভ হল না জওয়ানের। শাহরুখ খানের ছবি ৭ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই যেন একের পর এক বোমা ফেলছে বক্স অফিসে। ভাঙছে একের পর এক রেকর্ড। অনেকেরই দাবি, কিং খানের কেরিয়ারের সেরা ছবি জওয়ান। 

দেখতে দেখতে জওয়ান তার প্রথম সপ্তাহ কাটিয়ে ফেলল বক্স অফিসে। শাহরুখ খানের এই সিনেমাকে নিয়ে মাতামাতি হল দেখার মতো। এক সপ্তাহেই জওয়ান ভেঙে দিয়েছে বলিউডের বেশ কয়েকটি রেকর্ড। এত জলদি ৩০০ কোটির ঘরে প্রবেশ করেনি এর আগে কোনও বলিউডি ছবি। অন্য দিকে আবার, বিশ্ববাজার ধরলে শাহরুখ খানের ছবি পেরিয়ে গিয়েছে ৫০০ কোটি। সেটিও দ্রুততম ৫০০ বলিউড থেকে। এর আগে সে রেকর্ড ছিল শাহরুখেরই সিনেমা পাঠানের কাছে। sacnilk.com-এর রিপোর্ট বলছে জওয়ান দ্বিতীয় শুক্রবার ব্যবসা করল ১৮ কাছাকাছি। 

জওয়ান বক্স অফিস কালেকশন

দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের প্রথম বলিউড ছবি জওয়ান বক্স অফিসে আসে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবারে। আর খাতা খোলে ৭৫ কোটি দিয়ে। দেখে নিন জওয়ানের ১ সপ্তাহের পূর্ণাঙ্গ বক্স অফিস রিপোর্ট-

বৃহস্পতিবার: ৭৫ কোটি (হিন্দি ৬৫.৫ কোটি, তামিল ৫.৫ কোটি, তেলুগু ৪ কোটি)

শুক্রবার: ৫৩.২৩ কোটি (হিন্দি ৪৬.২৩ কোটি, তামিল ৩.৮১ কোটি, তেলুগু ৩.১৩ কোটি)

শনিবার: ৭৭.৮৩ কোটি (হিন্দি- ৬৮.৭২ কোটি, তামিল ৫.৩৪ কোটি, তেলুগু ৩.১৩কোটি)

রবিবার: ৮০.১ কোটি (হিন্দি- ৭১.৬৩ কোটি, তামিল ৫ কোটি, তেলুগু ৩.১৩ কোটি)

সোমবার: ৩৯.৯২ কোটি (হিন্দি- ৩০.৫ কোটি, তামিল ১.৩ কোটি, তেলুগু ১.১২ কোটি)

মঙ্গলবার: ২৬ কোটি (হিন্দি- ২৪ কোটি, তামিল ১.০৫ কোটি, তেলুগু ০.৯৫ কোটি)

বুধবার: ২৩.২ কোটি (হিন্দি- ২১.৩ কোটি, তামিল ১ কোটি, তেলুগু ৯০ লাখ)

বৃহস্পতিবার: ১৮ কোটি 

অর্থাৎ এক সপ্তাহে মোট ৩৮৬.২৮ কোটির ব্যবসা করেছে জওয়ান ভারতীয় বক্স অফিসে। এর মধ্যে হিন্দিতেই আয় হয়েছে ৩৪৫.৮৮ কোটি। তামিলে ২৮.০৬ কোটি আর তেলুগু-তে ১৭.৩৪ কোটি। 

এদিকে, জওয়ান আসতেই বক্স অফিসে রমরমিয়ে চলতে থাকা গদর ২-এর গাড়ি থেমে যায় একপ্রকার। ১১ অগস্ট থেকে প্রায় একাই রাজত্ব করে গিয়েছিল সানি দেওলা আর আমিশা পাটেলের ছবিখানা। তবে শাহরুখ বুঝিয়ে দিলেন কে আসল ‘বাপ’। আপাতত গদর ২ আটকে আছে ৫১৭ কোটি-তে। বাহুবলী ২-এর হিন্দি ভার্সনকে টপকে গিয়ে এই ছবি এখন দেশে সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় নম্বরে। পয়লা নম্বরে রয়েছে শাহরুখ খানেরই বছরের শুরুর রিলিজ পাঠান। যার সংগ্রহে রয়েছে ৫৪০ কোটি। যদিও জওয়ান যে আনায়াসে এই দুই সিনেমাকেই টপকে যাবে তা এখন আর বলার অপেক্ষা রাখে না। 

বছর শেষে আরও একবার ফেরার কথা রয়েছে শাহরুখ খানের রুপোলি পর্দায়। রাজকুমার হিরানি পরিচালিত ডঙ্কি নিয়ে, যাতে তিনি জুটি বেঁধেছেন তাপসী পান্নুর সঙ্গে। সঙ্গে রয়েছে ভিকি কৌশলও। ২২ ডিসেম্বর মুক্তির প্রথামিক ঘোষণা হয়েছিল। তবে এখনও নিশ্চিত নয়, সেই ছবি আদৌ মুক্তি পাবে কি না চলতি বছরে। কারণ নভেম্বরের শুরুতে দিওয়ালিতে হলে আসবে সলমন-ক্যাটরিনার টাইগার ৩। তাতেও এন্ট্রি নিচ্ছেন ‘পাঠান’ শাহরুখ খান। যদিও তা কেমিও। এবার দেখার ‘বন্ধু’র জন্য ডঙ্কি পিছিয়ে ২০২৪ সাল করে দেন কি না কিং খান। 

বন্ধ করুন