Yellow Teeth Remedies: হলদে দাঁত সহজেই সাদা করা সম্ভব। কী করে? জেনে নিন, কয়েকটি ঘরোয়া উপাদানই কীভাবে কেরামতি দেখাতে পারে।
1/8হলুদ দাঁত অনেকের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।। এই দাঁত সাদা করতে অনেকেই নানা কাজ করেন। কিন্তু জানেন কি এই দাঁত খুব সহজেই সাদা করা যায়? দেখে নিন, কীভাবে।
2/8কমলালেবুর খোসা: এমন অদ্ভুত টোটকার কথা জানেন না অনেকেই। তাই কমলার খোসার কোনও ব্যবহার অনেকেই করেন না। কিন্তু দাঁত সাদা করতে মোক্ষম কাজ করতে পারে কমলালেবুর খোসার রস।
3/8পাতিলেবুর খোসা এবং রস: পাতিলেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। পাতিলেবুর রস আর লবণ একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে সহজেই সাদা হয় দাঁত। দাঁত ঘষতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর খোসাও। এতে দাঁতের হলদে ভাব দূর হয়।
4/8গ্রিন টি: গ্রিন টি-তে থাকে প্রচুর পরিমাণ ফ্লুরাইড। দাঁতের হলদে দাগ দূর করতে এর জুড়ি মেলা ভার।
5/8নিম: দাঁতের কালো দাগ তুলতে নিমের দাঁতনের সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে পেয়ারা পাতার রস। এটি দাতেঁর হলদে দাগ তুলতে খুব ভালো কাজ করে।
6/8বেকিং পাউডার: সকালে ও রাতে দাঁত মজার সময়ে ব্রাশের সঙ্গে কিছুটা বেকিং পাউডার যোগ করে নিতে পারেন। এতে ঝকঝকে হয় দাঁত।
7/8মাশরুম: মাশরুমে থাকে প্রচুর পরিমাণ পলিস্যকারাইড, যা মুখের জীবাণুকে ধ্বংস করে। ফলে দাঁতে ময়লার আস্তরণ জমে না।
8/8পেয়ারা পাতা: দাঁতের হলদে ছোপ দূর করার অব্যর্থ দাওয়াই। এটির রস দাঁতে লাগালে দাঁতের হলুদ ছোপ দ্রুত দূর হয়।