সোহিনীর হবু বরের নাম কল্লোল চৌধুরির। মাত্র তিন মাসের পরিচয় তাঁদের। এরমধ্যেই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জুটি। বিয়ের আগে প্রি-ওয়েডিং ফটোশ্যুট সারলেন কল্লোল-সোহিনী। কখনও রোম্যান্টিক, কখনও কিউট- নানান মুডে ধরা দিলেন সোহিনী-কল্লোল।
সম্প্রতি নিজের পুরো গার্ল গ্যাংকে সঙ্গে নিয়ে ব্যাচেলার পার্টিতে মেতে উঠতেও দেখা গেল সোহিনীকে। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেছেন নায়িকা।
6/9
গত বছরের শেষ দিন আংটি বদলের এই ছবি সামনে এনে নিজের সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছিলেন সোহিনী। দিন দশেক আগেই বিয়ের তারিখ সামনে আনেন অভিনেত্রী। পরিচয় করিয়ে দেন হবু বরের সঙ্গে।
7/9
৩ তারিখ বিয়ের আসরের পর বর্ধমানে ৬ ফেব্রুয়ারি বসবে সোহিনী-কল্লোলের রিসেপশনের আসর। তার পরের দিনই গঙ্গারামের শ্যুটিং ফ্লোরে ফিরছেন তাই হানিমুনে যাওয়ার কোনও প্ল্যান নেই জুটির।