বাংলা নিউজ > ঘরে বাইরে > Paytm Payments Bank Update: একই প্যান দিয়ে ১০০০ অ্যাকাউন্ট, তথ্যচুরির ভয়- কেন শাস্তি পেল Paytm Payments Bank?

Paytm Payments Bank Update: একই প্যান দিয়ে ১০০০ অ্যাকাউন্ট, তথ্যচুরির ভয়- কেন শাস্তি পেল Paytm Payments Bank?

আরবিআইয়ের শাস্তির কোপে পড়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাস্তির কোপে পড়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। রিপোর্ট অনুযায়ী, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে প্রচুর নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিশেষত কেওয়াইসির ক্ষেত্রে অনেক সময়ই নিয়মের কোনও তোয়াক্কা করা হয়নি বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

একই প্যানকার্ড সংযুক্ত ১,০০০-র বেশি গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে, লাগাতার গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন, ভুয়ো রিপোর্ট দাখিল, লাইসেন্সিং শর্তের চূড়ান্ত লঙ্ঘন - এমনই সব কারণে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর শাস্তির খাঁড়া নেমে এসেছে বলে সূত্র উদ্ধৃত করে একটি রিপোর্টে জানানো হল। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যে কাজ চলছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। অবশেষে গত বুধবার সরকারিভাবে আরবিআইয়ের তরফে ঘোষণা করা হয় যে আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগ দিয়ে অনলাইনে কোনও টাকা দেওয়া যাবে না। জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। শুধুমাত্র যে গ্রাহকদের অ্যাকাউন্ট বা ওয়ালেটে টাকা থাকবে, তাঁরাই ২৯ ফেব্রুয়ারির পরও অনলাইনে টাকা দিতে পারবেন। যতদিন টাকা থাকবে, ততদিন তাঁরা সেই সুযোগ পাবেন। 

লাগাতার নিয়মভঙ্গের জেরেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আরবিআই। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সূত্রের তরফে দাবি করা হয়েছে যে কেআইসির ক্ষেত্রে একাধিক অনিয়ম ধরা পড়েছে। প্রচুর গ্রাহকের কেওয়াইসি করা ছিল না। অনেক ক্ষেত্রে আবার ঠিকভাবে প্যানকার্ডের সংযুক্তিকরণ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এমন একাধিক ঘটনা সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে যে একটি প্যান নম্বর ব্যবহার করে ১০০-র বেশি অ্যাকাউন্ট চালানো হচ্ছে। কখনও কখনও সেই সংখ্যাটা ১,০০০-ও পেরিয়ে গিয়েছে। একেবারে ন্যূনতম কেওয়াইসির মাধ্যমেই কোটি-কোটি টাকার লেনদেনের বিষয়টিও সামনে এসেছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: Paytm Payments Bank-র ওয়ালেট, FASTags দিয়ে অনলাইনে টাকা দেওয়া যাবে না! কবে থেকে?

ওই প্রতিবেদন অনুযায়ী, সূত্রের তরফে দাবি করা হয়েছে যে আরবিআইয়ের সামনে এমন একাধিক ঘটনা এসেছে, যখন ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশিকা লঙ্ঘন করেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনের সঙ্গে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের আর্থিক এবং অন্যান্য ব্যবসার সরাসরি জড়িত ছিল বলে সন্দেহ ছিল। পুরো বিষয়টি আলাদা না হওয়ায় গ্রাহকদের তথ্য ফাঁসের আশঙ্কাও বেশি ছিল বলে সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেইসঙ্গে ওই প্রতিবেদন অনুযায়ী, আরবিআই এবং বহিরাগত অডিটরের কাছে ভুয়ো রিপোর্ট জমা দেওয়ার অভিযোগ উঠেছে বলে দাবি করেছে সূত্র।

যদিও বিষয়টি নিয়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে সরাসরি মুখ খোলা হয়নি। ওই প্রতিবেদন অনুযায়ী, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এক মুখপাত্র দাবি করেছেন যে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের যাবতীয় নিয়ম ও নীতি মেনেই কাজ করা হয়েছে। সেই পরিস্থিতিতে কোনওরকম 'গুজব' না ছড়ানোর আর্জি জানিয়েছেন। পাশাপাশি আরবিআইয়ের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটাই দেখার পরামর্শ দিয়েছেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মুখপাত্র।

আরও পড়ুন: Paytm Payments Bank Updates: পেমেন্টস ব্যাঙ্কের ওপর খাড়া, কোন প্রভাব গ্রাহকদের ওপর? কী বলছেন পেটিএম CEO

ঘরে বাইরে খবর

Latest News

বিশ্বে সবচেয়ে সস্তা পাসপোর্টের মধ্যে রয়েছে ভারত, ভিসা ছাড়াই যেতে পারেন ৬২ দেশে তৈরি আরও ৪ স্টেশন, কলকাতার আরও এক গুরুত্বপূর্ণ রুটে শুরু মেট্রোর ট্রায়াল রান আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের তালিকা রাজসাক্ষী হতে চান শাহজাহানের ভাই আলমগির, তাঁর দেওয়া তথ্যেই উদ্ধার বিপুল অস্ত্র সুরাটে প্রার্থী বিভ্রাট নিয়ে কড়া কংগ্রেস, নীলেশকে ছয় বছরের জন্য সাসপেন্ড তীব্র গরমের মধ্যে জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে ORS, জল রাখার নির্দেশ বোর্ডের ভোট দিলেই উপহার বিয়ার,দোসা-লাড্ডু-জুস, ফ্রিতে রাইড, তাও এল না অর্ধেক বেঙ্গালুরু ভোটপর্বের মাঝে রক্তাক্ত মণিপুর, জঙ্গি হামলায় শহিদ ২ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের ৫৪ বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ HC-র, চিরতরে বসে গেল ভারতের উড়ান সংস্থা

Latest IPL News

কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.