বাংলা নিউজ > ঘরে বাইরে > AAP MP Raghav Chadda: রাজ্যসভা থেকে বরখাস্ত আপ সাংসদ, ‘সম্মতি’ ছাড়াই প্যানেলে রেখেছিলেন পাঁচ এমপির নাম!

AAP MP Raghav Chadda: রাজ্যসভা থেকে বরখাস্ত আপ সাংসদ, ‘সম্মতি’ ছাড়াই প্যানেলে রেখেছিলেন পাঁচ এমপির নাম!

এবার বড় বিপাকে পড়লেন আপ রাজ্যসভার সাংসদ। বরখাস্ত করা হল রাঘব চাড্ডা। 

আপ এমপি রাঘব ছাদা (Photo by Vipin Kumar/ Hindustan Times)

স্বাধিকার ভঙ্গের অভিযোগ। আম আদমি পার্টির এমপি রাঘব চাড্ডাকে শুক্রবার বরখাস্ত করা হল রাজ্যসভা থেকে। হাউসের একটি প্য়ানেলে তিনি পাঁচ সদস্যের নাম তাঁদের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করেছিলেন বলে অভিযোগ। মূলত ১০অগাস্ট রাঘব যে সাংবাদিক বৈঠক করে নিজের সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন সেই প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এবার তাঁকে বরখাস্ত করা হল। রাজ্যসভার পক্ষ থেকে এনিয়ে লিডার অফ দ্য হাউস পীযূষ গোয়েলের নেতৃত্বে একটি প্রস্তাব নেওয়া হয়েছে। সেখানেই রাঘবকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়।

সেই সঙ্গে আগেই আপ সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করা হয়েছিল। সেই মেয়াদটাও আগের থেকে বৃদ্ধি করা হয়েছে। বলা হয়েছে প্রিভিলেজ কমিটি আবার সিদ্ধান্ত নেওয়ার পরে ফের পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগ তোলা হয়েছে রাঘব চাড্ডা পাঁচজন এমপির নাম রাজ্যসভার একটি প্যানেলে যুক্ত করেছিলেন। কিন্তু সেখানে তাঁদের সম্মতি ছিল না। তারপরই তাঁকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়। এদিকে পীযূষ গোয়েল জানিয়েছেন, রাঘব যে উদ্য়োগ নিয়েছিলেন সেটা নীতিবিরুদ্ধ। কোনও সাংসদের কাছ থেকে এই কাজ আশা করা যায় না।

তবে যাবতীয় অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন রাঘব চাড্ডা। তিনি জানিয়েছিলেন, একজন সাংসদ কোনও কমিটি তৈরির ক্ষেত্রে নাম সুপারিশ করতেই পারেন। তবে সেখানে সেই ব্যক্তির সই বা তাঁর সম্মতির প্রয়োজন হয় না। সেই সঙ্গে তিনি জন্মদিনের পার্টির কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ধরুন আমি জন্মদিনের পার্টি করছি। ১০জনকে আমন্ত্রণ জানিয়েছি। ৮জন এলেন আর ২জন এলেন না। আর তারা আমায় বললেন আপনার এত সাহস আমাদের নেমন্তন্ন করেছেন? এটাই এখানে হয়েছে। আমি শুধু তাঁদের এই কমিটির সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম।

এদিকে প্রিভিলেজ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত রাঘব চাড্ডাকে সাসপেন্ড করার ব্যাপারে বলা হয়েছে। তবে পীযূষ গোয়েল রাঘবের ১০ তারিখের সাংবাদিক বৈঠক, জন্মদিনের পার্টির প্রসঙ্গ টানার কথা উল্লেখ করেন। তবে এক্ষেত্রে কোনও জাল সইয়ের কথা উল্লেখ করা হয়নি। 

সম্মতি ছাড়াই দিল্লি সার্ভিস বিলের প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে একাধিক এমপির নাম রাখা হয়েছে। বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ৫ এমপি।সংসদে দাঁড়িয়ে তাঁরা এই অভিযোগ করেন। প্রসঙ্গত গভর্নমেন্ট অফ ন্যাশানাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি( সংশোধনী) বিল ৭ অগাস্ট পাস করা হয়েছে। ১৩১ জন সদস্য এই বিলের পক্ষে ভোট দেন। ১০২জন এর বিরুদ্ধে ভোট দেন।বিজেডি ও YSRCP এই বিলকে সমর্থন জানিয়েছেন।

বিজেডির সস্মিত পাত্র, এআইএডিএমকের এম থাম্বিদুরাই, ও বিজেপির এস ফাঙ্গনুন কোনায়ক, নরহরি আমিন, ডাঃ সুধাংশু ত্রিবেদী অভিযোগ জানিয়েছেন সম্মতি ছাড়াই তাঁদের নাম প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে রাখা হয়েছে। কিন্তু সেখানে তাঁদের কোনও সম্মতি নেওয়া হয়নি। এনিয়ে অন্তত তিনজন এমপি একেবারে সংসদে উঠে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিলেন, প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে তাঁদের নাম রাখার ক্ষেত্রে তাঁদের কোনও সম্মতি নেওয়া হয়নি। এরপরই এনিয়ে তদন্তের নির্দেশ দেন ডেপুটি চেয়ারম্যান। তবে কোন এজেন্সিকে দিয়ে এই তদন্ত হবে তা নিয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

তবে এবার সেই ঘটনার বরখাস্ত করা হল আপ এমপি রাঘব চাড্ডাকে।