তামিলনাড়ুর এক বাজি কারখানায় বড়সড় বিস্ফোরণের ঘটনায় শনিবার ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা। শনিবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় এই ঘটনা ঘটেছে। কৃষ্ণগিরির পাজায়াপেট্টাইতে ওই বাজি কারখানায় আচমকাই এদিন বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় অনেকেই আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে এলাকায়। আশপাশের বাড়ির বিভিন্ন অংশ আগুন লেগেছে বলে জানা গিয়েছে। এলাকায় রয়েছে একটি হোটেল। ফলে উদ্বেগ বাড়ছে। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে আশপাশের বহু দোকানে এর প্রভাব পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে একটি দোকান ও তিনটি বাড়ি ভেঙে পড়েছে। এদিকে, কৃষ্ণগিরি পুলিশ অফিসাররা জানিয়েছেন ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে গোটা পরিস্থিতিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনা নিয়ে দায়ের হয়েছে মামলা। কিছুদিন আগেই তামিলনাড়ুর বিরুধনগরে বাজি কারখানায় বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। জানা যায় বাজির খোলা তৈরির সময় দুই মহিলা সেই বিস্ফোরণে মারা যান। জানা গিয়েছে, মৃতদের নাম মুরুগেশ্বরি ও এস বানু। তারপরই কৃষ্ণগিরির এই ঘটনা সামনে আসে।
(Viral Brain Teaser: এক নিমেষে বলুন দেখি এই ছবিতে বীজ ছাড়া তরমুজ কোনগুলি? রইল ব্রেন টিজার)
এদিকে, কিছুদিন আগে, তেলাঙ্গানার সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেখানে স্ল্যাবে চাপা পড়ে ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনায় 'মাই হোম' সংস্থার সিমেন্ট কারখানায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কংক্রিটের মিশ্রণ লিফ্ট- এ ওপরে নিয়ে যাওয়ার সময় তা বিল্ডিংয়ের চারতলায় আটকে যায়। আর এরপর তা সোজা এসে পড়ে নিচে দাঁড়ানো শ্রমিকদের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের।