বাংলা নিউজ > ঘরে বাইরে > Himachal Pradesh: ভোট পূর্ববর্তী ৪ সমীক্ষায় হিমাচলে ৬৮টি আসনেই বিজেপির জয়ের সম্ভাবনা

Himachal Pradesh: ভোট পূর্ববর্তী ৪ সমীক্ষায় হিমাচলে ৬৮টি আসনেই বিজেপির জয়ের সম্ভাবনা

হিমাচলের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। ছবি সৌজন্যে পিটিআই।

হিমাচলের দেহানে জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি যে সমস্ত জনসভা করেছেন তাতে বিজেপির প্রতি মানুষের উৎসাহ লক্ষ্য করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন সংস্থা ভোটের আগে ৪টি সমীক্ষা করে এবার ৬৮টি আসনে বিজেপির জয়ের পূর্বাভাস পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘করোনা অতিমারির কারণে দু-বছর নষ্ট হয়ে গিয়েছিল।’

আগামী নভেম্বরে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। পঞ্জাব জয়ের পর এবার হিমাচল প্রদেশ জয়ের লক্ষ্যে ৬৮টি আসনেই লড়বে বলে ঘোষণা করেছিল আম আদমি পার্টি। তবে তাতে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। এবার বিধানসভা নির্বাচনে হিমাচলে সবকটি আসনেই বিজেপি জিতবে বলে জানালেন হিমাচলের মুখ্যমন্ত্রী। মূলত ভোটের আগে বিভিন্ন বেসরকারি সংস্থার সমীক্ষাকে হাতিয়ার করেই একথা জোর গলায় বলতে শোনা যায় হিমাচলের মুখ্যমন্ত্রীকে।

হিমাচলের দেহানে জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি যে সমস্ত জনসভা করেছেন তাতে বিজেপির প্রতি মানুষের উৎসাহ লক্ষ্য করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন সংস্থা ভোটের আগে ৪টি সমীক্ষা করে এবার ৬৮টি আসনে বিজেপির জয়ের পূর্বাভাস পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘করোনা অতিমারির কারণে দু-বছর নষ্ট হয়ে গিয়েছিল। ফলে মাত্র তিন বছর পেয়েছে বিজেপি। এই তিন বছরে হিমাচলের বিজেপি শাসিত সরকার যেভাবে কাজ করেছে তাতে খুশি হয়ে বিজেপির পাশে রয়েছে হিমাচলের মানুষ।’ টিকাকরণের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘করোনা টিকাকরণে হিমাচল প্রথম স্থান অর্জন করেছে এটি গর্বের বিষয়।’

এর পাশাপাশি আম আদমি পার্টিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘হিমাচল প্রদেশে আম আদমি পার্টির মডেল অনুকরণ করার কোনও প্রয়োজন নেই। কারণ হিমাচলের নিজস্ব মডেল রয়েছে। আমাদের মডেল তাদের থেকে আলাদা। তাদের মডেল হিমাচলের কাজ করবে না।’

বন্ধ করুন