কয়েকদিন আগেই আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নীল আচার্য্যের মৃতদেহ উদ্ধার হয়েছিল। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। এবার ফের এই একই বিশ্ববিদ্যালয়ের আরও এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সমীর কামাথ। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টোরেট করছিলেন পারডু বিশ্ববিদ্যালয় থেকে। গত বছর অগস্টেই এই বিশ্ববিদ্যালয় থেকে নিজের স্নাকোত্তর স্তরের পড়াশোনা সম্পন্ন করেছিলেন ২৩ বছর বয়সি সমীর। জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ ক্রো'স গ্রোভ নেচার প্রিজার্ভ থেকে উদ্ধার হয় সমীরের দেহ। এই নিয়ে গত ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে চতুর্থ ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু ঘটল আমেরিকায়। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। (আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সংসদে ইতিহাস বরুণ ঘোষের, সেনেটর পদে শপথ নিলেন গীতায় হাত রেখে)
আরও পড়ুন: ৭ দিন ধরে ধর্ষণ, গায়ে ঢালা হয় গরম ডাল! দিল্লিতে বন্ধুর লালসার শিকার বাংলার তরুণী
এর আগে গত জানুয়ারির শেষের দিকেই এই বিশ্ববিদ্যালয়ের আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছিল। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর নীল আচার্য্যের মৃতদেহ উদ্ধার হয়েছিল। ময়নাতদন্তে দেখা যায়, নীলের শরীরের কোনও ক্ষত চিহ্ন ছিল না। এর আগে ২০২২ সালে বরুণ মণীশ নামক আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছিল এই পারডু বিশ্ববিদ্যালয়ে। সেই ঘটনায় মণীশকে খুন করেছিল কোরিয়ান বংশোদ্ভূত এক পড়ুয়া।
এদিকে নীল, সমীর সহ গত চার সপ্তাহে মার্কিন মুলুকে পরপর মৃত্যু ঘটেছে ভারতীয় পড়ুয়াদের। এর আগে গত সপ্তাহে হায়দরাবাদের শ্রেয়স রেড্ডি বেনিগার নামক এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছিল আমেরিকায়। তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। ওয়াহোতে লিন্ডার স্কুল অফ বিজনেসে পড়াশোনা করতেন শ্রেয়স। এর আগে গত ১৬ জানুয়ারি হরিয়ানার বাসিন্দা বিবেক সাইনিকে খুন করা হয়েছিল আমেরিকার জর্জিয়া প্রদেশে। সেই ঘটনায় এক গৃহহীন ব্যক্তি বিবেকের মুখে হাতুড়ি দিয়ে অন্তত ৫০ বার আঘাত করে তাঁর মাথা থেঁতলে দিয়েছিল। জানা যায়, বিবেক একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। তাঁর হত্যাকারীকে এর আগে বেশ কয়েকদিন ধরে খাবার এবং আশ্রয় দিয়েছিলেন তিনি। তবে খুনের দিন, সেই গৃহহীনকে চলে যেতে বলেছিলেন বিবেক। এরপরই রাগের মাথায় বিবেকের মুখে হাতুড়ি দিয়ে প্রহার করেছিল সেই ব্যক্তি।
এদিকে গতকালই শিকাগো শহরে নৃশংস হামলার শিকার হন হায়দরাবাদের যুবক সৈয়দ মাজাহির আলি। জানা গিয়েছে, চারজন ছিনতাইবাজ তাঁর ওপর এই হামলা চালায়। ঘটনার একাধিক ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তাতে দেখা গিয়েছে, সৈয়দের মুখ ফেটে রক্ত ঝরছে। জানা গিয়েছে, সৈয়দ হায়দরাবাদের লঙ্গর হৌজ এলাকার বাসিন্দা। আমেরিকায় স্নাতোকত্তর স্তরের পড়াশোনা করতে গিয়েছেন তিনি। ইন্ডিয়ানা ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন।