বাংলা নিউজ > ঘরে বাইরে > Agartala-Dhaka: আগরতলা-ঢাকা বাস পরিষেবা চালু হচ্ছে আগামী ১০ জুন, বুধবার থেকে শুরু টিকিট বুকিং

Agartala-Dhaka: আগরতলা-ঢাকা বাস পরিষেবা চালু হচ্ছে আগামী ১০ জুন, বুধবার থেকে শুরু টিকিট বুকিং

আগরতলা-ঢাকা রুটে চলবে বাস। 

গত ২৮ এপ্রিল থেকে এই বাস পরিষেবা চালু হওয়ার কথা ছিল তবে বেশ কিছু সমস্যার কারণে তা চালু করা সম্ভব হয়নি। রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে কৃষ্ণনগরে ত্রিপুরা পরিবহণ নিগমের অফিস থেকে এই বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

গত দু'বছর করোনা পরিস্থিতির কারণে আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। তাই এই রুটে বাস পরিষেবা পুনরায় চালু হতে চলেছে। আগামী ১০ জুন থেকে এই রুটে বাস চলাচল শুরু করবে বলে ত্রিপুরা সরকার ঘোষণা করেছে। গত ২৮ এপ্রিল থেকে এই বাস পরিষেবা চালু হওয়ার কথা ছিল তবে বেশ কিছু সমস্যার কারণে তা চালু করা সম্ভব হয়নি।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে কৃষ্ণনগরে ত্রিপুরা পরিবহণ নিগমের অফিস থেকে এই বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। আগামী ১ জুন থেকে টিকিট বুকিং শুরু হবে। এর জন্য যাত্রীদের বৈধ ভিসা এবং পাসপোর্ট থাকতে হবে। ত্রিপুরা থেকে ঢাকা পর্যন্ত এই বাসের ভাড়া ২৩০০ টাকা। এটি যেহেতু আন্তর্জাতিক বাস পরিষেবা তাই এই বাস চালানোর জন্য দুই দেশের সরকারের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা এ নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে রয়েছে শুল্ক দফতর, সীমান্তরক্ষী বাহিনি, পরিবহন দফতর এবং অন্যান্য দফতরের আধিকারিকরা।

বাস পরিষেবা চালু হলে সবচেয়ে বেশি লাভবান হবেন ত্রিপুরার বাসিন্দারা। কারণ ত্রিপুরা থেকে কলকাতায় আসার জন্য বিমান ভাড়া অনেক বেশি। সেই জায়গায় বাসের খরচ অনেক কম। তাছাড়া, এই বাসে আগরতলা থেকে কলকাতায় আসা যায় ১৯ ঘণ্টায়। সেখানে গুয়াহাটি থেকে ট্রেনে আসতে সময় লেগে যায় ৩৫ ঘণ্টা। ফলে ত্রিপুরা থেকে কলকাতায় আসার জন্য অনেক যাত্রী বাস যাত্রা বেশি পছন্দ করেছেন।

অন্যদিকে, শিলিগুড়ি ঢাকা রুটে মিতালী এক্সপ্রেস ১ জুন থেকে চালু হবে। এই ট্রেনের উদ্বোধন করবেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশের রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা পরিবহণ পুনরায় চালু করা হচ্ছে। বন্ধন এক্সপ্রেস গতকাল রবিবার থেকে চালু হয়েছে। মৈত্রী এক্সপ্রেসও চালু হয়ে গিয়েছে।

বন্ধ করুন