বড় ঘোষণা। কোভিড অতিমারিতে অনাথ হয়েছে এমন শিশুদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউটে দুটি করে আসন সংরক্ষণ করা হচ্ছে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন সূত্রে খবর, পিএম কেয়ারস স্কিমের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে প্রতি কোর্সে দুটি করে আসন সংরক্ষণ করা হচ্ছে। মঙ্গলবার বিবৃতি জারি করে এব্যাপারে ঘোষণা করা হয়েছে। গত বছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিডে অনাথ হওয়া শিশুদের জন্য এই বিশেষ PM CARES প্রকল্পের ঘোষণা করেছিলেন।
অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন তাদের নয়া নির্দেশিকায় জানিয়েছে, যাদের পিএম কেয়ারস সার্টিফিকেট আছে তারা পলিটেকনিক ইনস্টিটিউটে কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাদের জন্য দুটি করে আসন সংরক্ষিত থাকবে। মূলত ২০২০ সালের ৩রা মার্চ থেকে ২৮শে ফেব্রুয়ারি ২০২২ সাল পর্যন্ত ১৮ বছরের নীচে যারা অতিমারিতে অভিভাবকদের হারিয়েছেন তারাই এই সুযোগ পাবেন।
১৬ই মার্চ পর্যন্ত দেখা গিয়েছে সব মিলিয়ে ৪৩০২জন শিশুকে পিএম কেয়ারস স্কিমের আওতায় আনা হয়েছে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের চেয়ারপার্সন অনিল সহশ্রবুদ্ধে জানিয়েছেন, এখন ওই অনাথ শিশুদের মধ্যে কেউ প্রাইমারিতে, কেউ প্রি প্রাইমারিতে পড়ছে। তারা দশম শ্রেণি পাশ করার পরে পলিটেকনিকে বিশেষ কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবে।