কংগ্রেস নেতা অজয় কুমার রাষ্ট্রপতি পদের প্রার্থী দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তবে এবার এনিয়ে সাফাই দিলেন তিনি। ঝাড়খণ্ডের প্রাক্তন এমপি সাফ জানিয়ে দিয়েছেন, আমি সবসময় বলেছি দ্রৌপদী মুর্মু একজন ভালো নারী। কিন্তু এনডিএর দৃষ্টিভঙ্গি নিয়েই আমার প্রশ্ন। সেটাই আমি বলতে চেয়েছিলাম।
এর সঙ্গেই তিনি জানিয়েছেন, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি বিকৃত ভিডিয়ো পাঠিয়েছিলেন। এক মিনিটের একটি ভিডিয়োকে কেটে ১৭ সেকেন্ডে করা হয়েছিল। এভাবেই ভুল ভাবে উপস্থাপিত করা হয়েছিল। এই ইস্যুটি নিয়ে আমরা আইনের পথে যাব।
অজয় কুমার জানিয়েছেন, দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা দুজনেই ভালো মানুষ। কিন্তু মুর্মুকে যেভাবে একটি প্রতীক হিসাবে পরিণত করা হচ্ছে তা নিয়েই বলেছিলাম। তিনি বলেন, আদিবাসীদের প্রতীক হিসাবে দ্রৌপদী মুর্মুকে তুলে ধরাটা ঠিক হচ্ছে না। রামনাথ কোবিন্দও রাষ্ট্রপতি। কিন্তু হাথরাস নিয়ে তিনি একটি শব্দও বলেছেন?
এদিকে বিজেপির পালটা দাবি, মোদীর নেতৃত্বে এনডিএ সরকার আদিবাসী সমাজের প্রতিনিধি হিসাবে দ্রৌপদী মুর্মুকে তুলে ধরেছে। এতে আদিবাসীরা শক্তিশালী হবেন। আর দ্রৌপদী মুর্মু আদিবাসী বলে কংগ্রেস নেতা নানা কথা বলছেন। এটা লজ্জার।