মনে করা হচ্ছিল, পঞ্জাবের স্বর্ণমন্দিরে এদিন পুলিশের হাতে ধরা দেবেন ‘পলাতক’ খালিস্তানি নেতা অমৃতপাল সিং। সেই জল্পনার মধ্যেই অমৃতপাল সিং এদিন নতুন এক ভিডিয়ো প্রকাশ্যে আনেন। সেখানে তিনি বলেন, যদি তাঁকে গ্রেফতার করার ইচ্ছেই পঞ্জাব সরকারের থাকত, তাহলে পুলিশ তাঁর বাড়িতে আসত। এদিন প্রকাশিত ভিডিয়োয় তাঁর সহযোগীদের গ্রেফতার করার ইস্যুতে সরব হন অমৃতপাল সিং। আসন্ন বৈশাখী উৎসবের আমেজে ‘শরবত খালসা’ র প্রসঙ্গও তোলেন তিনি।
‘ওয়ারিস পঞ্জাব দে’র নেতা অমৃতপাল সিংকে খুঁজে বের করতে পঞ্জাব পুলিশ ব্যাপক তল্লাশি অভিযানে নেমেছে। গত ১৮ মার্চ থেকে ‘পলাতক’ অমৃতপাল সিং। পুলিশি ঘেরাটোপ পেরিয়ে বেশ কয়েকটি গাড়ি পাল্টে , পোশাক বদলে তিনি পালিয়েছেন। সদ্য এক ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ২১ মার্চ তিনি ছিলেন দিল্লিতে। এদিকে, নতুন প্রকাশিত ভিডিয়োয় অমৃতপাল নিশ্চিত করেন যে, তিনি গ্রেফতার হননি। আর তিনি জমায়োতেরও বার্তা দেন। অমৃতপাল ইউটিউব থেকে তাঁর বার্তা পেশ করতে চান। তবে যে চ্যানেলটি থেকে সেই বার্তা পেশ করেন, সেই চ্যানেলটি সরকারের নির্দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছে। (ভারত ও পাক বংশোদ্ভূতরা এবার ব্রিটেনের 'পার্টিশান' নিয়ে বিবাদে? খবরে ঋষি-হামজা)
( 'আমার বাড়িই…', বাংলো ছাড়ার নোটিস শুনেই সনিয়া-পুত্রকে বাড়ি উৎসর্গ কং নেতার)
(সন্তানের জন্ম, লালন, পছন্দ অপছন্দের বিষয়, মহিলাদের শাস্তি দেওয়া ঠিক নয়: CJI )
এদিকে, এখনও পর্যন্ত জানা যাচ্ছেনা যে, অমৃতপাল সিং কোথায় রয়েছেন। খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের পালিয়ে যাওয়ার ঘটনা পঞ্জাব পুলিশের কাছে একটি বড়সড় চ্যালেঞ্জ। শোনা যাচ্ছিল, আজ অমৃতপাল সিং অত্মসমর্পণ করতে পারেন। তবে একটি ভিডিয়োয় তিনি নিজের সপক্ষে বার্তা দিতে গিয়ে পঞ্জাব পুলিশের বিরুদ্ধে সরব হন। জানান, তিনি আত্মসমর্পণ করে ফেলতেন যদি তাঁর বাড়িতে পুলিশ যেত। প্রশ্ন উঠছে, এই হাইপ্রোফাইল মামলায় অমৃতপাল এই মুহূর্তে কোথায় রয়েছেন, তা নিয়ে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup