সুপ্রিম কোর্ট শুক্রবার সেনাবাহিনীকে জানিয়ে দিল তারা মহিলা আধিকারিকদের প্রতি ন্যায় বিচার করছেন না। তাঁদের পদোন্নতির ব্যাপারে অযথা দেরি করা হচ্ছে।
এদিকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহ বেঞ্চে ৩৪জন মহিলা সেনা আধিকারিক আবেদন করেছিলেন যে জুনিয়র পুরুষ অফিসারদের পদোন্নতি হয়ে যাচ্ছে। তাঁদের হচ্ছে না।
এরপরই বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, আমাদের মনে হচ্ছে আপনারা এই মহিলা আর্মি অফিসারদের প্রতি ন্য়ায় বিচার করছেন না। আমরা একটি প্রাথমিক নির্দেশ দিচ্ছি। আপনারা আপনাদের হাউজকে নিয়ম মেনে চালান। আপনারা তাঁদের জন্য কী করছেন সেটা আমাদের জানান।
এর সঙ্গেই বেঞ্চ জানিয়েছে, প্রথমে মহিলা আধিকারিকদের পদোন্নতির রেজাল্ট না বের করা পর্যন্ত পুরুষ আধিকারিকদের রেজাল্ট বের করবেন না।
অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে আদালতের প্রশ্ন, অক্টোবরে মহিলা অফিসারদের প্রমোশনের ব্যাপারটা দেখলেন না কেন?
এদিকে শেষ পর্যন্ত ল অফিসার জানিয়ে দেন, আর্মি ১৫০টি আসন মহিলা আধিকারিকদের পদোন্নতির জন্য় ব্যবস্থা করেছে।
মহিলা আধিকারিকদের পক্ষে সিনিয়র অ্য়াডভোকেট ভি মোহনা জানিয়েছেন, শীর্ষ আদালত মহিলা অফিসারদের পার্মানেন্ট কমিশনের নির্দেশ দেওয়া পর্যন্ত ১২০০ পুরুষ আধিকারিকের পদোন্নতি হয়ে গিয়েছে।
এমনকী শেষ শুনানির পরেও আরও ৯জন পুরুষ আধিকারিকের উচ্চতর পদে পদোন্নতি হয়েছে। সিনিয়র ফিমেল অফিসারদের পদোন্নতি না হওয়া পর্যন্ত আর কারো যেন পদোন্নতি না হয়।
তিনি বলেন, আমি জানি ওরা বলবেন কমব্যাট, কমান্ড পোস্টে কোনও শূন্যপদই নেই। তবে এবার এনিয়ে কেন্দ্রের জবাব চেয়েছে আদালত। আদালত জানিয়েছে,আমরা চাই মহিলা আধিকারিকরা যেন তাঁদের সিনিয়রিটি পান।