HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Power crisis- লোডশেডিং কি বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে পারবে?

Bangladesh Power crisis- লোডশেডিং কি বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে পারবে?

Bangladesh reeling under power cuts- বিদ্যুতের লোডশেডিং-এর জন্য এলাকা ভিত্তিক শিডিউল তৈরি করা হয়েছে৷ কোন এলাকায় কখন এক ঘন্টা করে বিদ্যুৎ থাকবে না ম্যাপে তা উল্লেখ করে দেয়া হয়েছে৷ ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে এখন পর্যন্ত লোডশেডিং-এর শিডিউল মানা হলেও গ্রামাঞ্চলে মানা হচ্ছে না৷ গ্রামে আগে থেকেই লোডশেডিং বেশি৷ এখন আরো বেড়ে গেছে৷ কোনো কোনো এলাকায় চার-পাঁচ ঘন্টাও হচ্ছে৷ বিশেষ করে রংপুর এলাকায় শহর গ্রাম কোথাও লোডশেডিং-এর শিডিউল মানা হচ্ছে না বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশে চলছে লোডশেডিং

বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় রেশনিং শুরু করেছে সরকার৷ চাহিদার চেয়ে দেড় হাজার মেগাওয়াট কম বিদ্যুৎ নিয়ে এলাকাভিত্তিক এক ঘন্টার লোডশেডিং দিয়ে এটা শুরু হয়েছে৷ কিন্তু তাতে কি পরিস্থিতি সামাল দেয়া যাবে?

বিশ্লেষকেরা বলছেন, এতে হয়তো সাময়িক উপশম হবে৷ কিন্তু পরিস্থিতি সামাল দিতে হলে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের দিকে যেতে হবে৷ আর সেটা সম্ভব গ্যাস ও কয়লা দিয়ে৷ তবে এই খাতে লুটপাট বন্ধ না হলে কিছুতেই কিছু হবে না।

সরকার বিদ্যুতের রেশনিং-এর সাথে সাথে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোও বন্ধ করে দিয়েছে ৷ তাতে আরো এক হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হবে৷ সব মিলিয়ে দেশে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা আছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট৷ পাওয়া যাচ্ছে ১৩ হাজার মেগাওয়াট৷ ঘাটতি আছে এক হাজার ৫০০ মেগাওয়াট৷ এই ঘাটতি মেকাবেলা করতেই এখন এলাকা ভিত্তিক প্রতিদিন গড়ে এক ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে৷ এতে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম লাগবে বলে সরকার বলছে।

তবে জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম মনে করেন,'বিদ্যুৎ উৎপাদনের হিসেবে ফাঁকি আছে৷ পিক আওয়ারে যদি শপিংমলসহ দোকান পাট বন্ধ রাখা হয় তাহলে খুব সামান্যই লোডশেডিং হওয়ার কথা, এক ঘণ্টা নয়৷ বাস্তবে গ্রামে আগে থেকেই লোডশেডিং আছে৷ এখন এক ঘন্টা নয় আরো বেড়েছে।'

সরকার বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আজ ( মঙ্গলবার) থেকে রাত আটটার পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে৷ অফিস সময়ও পরিবর্তন হতে পারে৷ সব দাপ্তরিক মিটিং ভার্চুয়ালি করার জন্য বলেছে৷ নামাজ ও প্রার্থনার সময় ছাড়া মসজিদ ও উপসনালয়ে এসি বন্ধ রাখতে বলেছে৷  আর জ্বালানি তেলের ওপর চাপ কমাতে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার পরিকল্পনা করছে৷

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান বলেছেন, পরিস্থিতি দেখে এক সপ্তাহ পর লোডশেডিং দিনে দুই ঘন্টা করা হতে পারে।

সরকারের পরিকল্পনায় খরচ কমানোর বিষয়টি প্রাধান্য পেয়েছে৷ কারণ এলএনজি ও জ্বালানি তেলের দাম বেড়েছে৷ বাংলাদেশে এখন দিনে উৎপাদন হয় ২৩০ কোটি ঘনফুট গ্যাস৷ আর ৮৫ কোটি ঘনফুট এলএনজি আমদানি করা হয়৷ যা দিয়ে মোট চাহিদা মেটে না৷ আর জ্বালানি তেলের দাম ব্যারেল ১০০ ডলারে নেমে এলেও বিপিসি লোকসানে আছে৷  ৮৫ ডলার হলে বিপিসির লোকসান হয় না।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মকবুল ই ইলাহী বলেন,'লোডশেডিং করে সাময়িকভাবে পরিস্থিতি সামলানো যাবে৷ কিন্তু দীর্ঘ মেয়াদে এটা সমাধান নয়৷ আর সাশ্রয়ী মানে হলো বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো৷ এখন আমাদানি ব্যয় বেড়ে গেছে৷ টাকার তুলনায় ডলারের দাম বেড়ে গেছে৷ তাই এটা করা ছাড়া সরকারের উপায় নেই৷ কিন্তু আমাদের যে গ্যাস আছে তা আসলে এখনো আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারিনি৷ গ্যাসের উৎপাদন বাড়িয়ে গ্যাসভিত্তিক উৎপাদন না বাড়ালে হবে না৷ কয়লাভিত্তিক উৎপাদনে যেতে হবে৷ এছাড়া সমাধানের কোনো উপায় নেই'।

সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে সরকার যে বলছে সে ব্যাপারে তিনি বলেন,'ওই সময় থেকে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত বিদ্যুতের চাহিদা কম থাকে৷ সবচেয়ে বড় কৃষিখাতে বিদ্যুতের চাহিদা থাকে না৷ আর আবহাওয়ার কারণে ঘরে, অফিসে কম বিদ্যুৎ লাগে৷ সরকার আশা করছে ওই সময়ের মধ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে, রামপালের একটি প্ল্যান্টও উৎপাদনে যাবে৷ এগুলো কয়লাভিত্তিক বলে উৎপাদন খরচ অনেক কম৷ কিন্তু সেটা তো এখনো পরিকল্পনার মধ্যেই আছে।'

বিদ্যুতের লোডশেডিং-এর জন্য এলাকা ভিত্তিক শিডিউল তৈরি করা হয়েছে৷ কোন এলাকায় কখন এক ঘন্টা করে বিদ্যুৎ থাকবে না ম্যাপে তা উল্লেখ করে দেয়া হয়েছে৷ ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে এখন পর্যন্ত লোডশেডিং-এর শিডিউল মানা হলেও গ্রামাঞ্চলে মানা হচ্ছে না৷ গ্রামে আগে থেকেই লোডশেডিং বেশি৷ এখন আরো বেড়ে গেছে৷ কোনো কোনো এলাকায় চার-পাঁচ ঘন্টাও হচ্ছে৷ বিশেষ করে রংপুর এলাকায় শহর গ্রাম কোথাও লোডশেডিং-এর শিডিউল মানা হচ্ছে না বলে খবর পাওয়া গেছে।

বুয়েটের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, ‘সরকারের এই লোডশেডিং করা ছাড়া এখন আরা কোনো উপায় নেই৷ আর বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হলে এখানে পরিস্থিতি আরো খারাপ হবে৷ কারণ যুদ্ধ মাথায় রেখে তো আর পরিকল্পনা করা যায় না৷ কিন্তু এভাবে চলতে থাকলে বিদ্যুতের ব্যবহার আরো কমাতে হবে৷ এর আশু কোনো সমাধান দেখছি না।’

তার কথা,'জ্বালানি আমদানি করতে হয়, সব দেশই করে৷ তবে আমরা যদি আমাদের গ্যাসের হিসাবটা করতে পারতাম৷ সেটা যদি উত্তোলন করতে পারতাম তাহলে পরিস্থিতি ভিন্ন হতো৷ নিজেদের গ্যাসের চেয়ে আমদানি করা গ্যাসের দাম তো সব সময় বেশিই হবে৷ আমি জানিনা এই গ্যাসের হিসাবটা কবে হবে৷ পাঁচ বছর, পাঁচ বছর বলে কত সময় কাটিয়ে দেওয়া হবে! নিজস্ব গ্যাস, কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে৷ রিনিউএবল এনার্জি যতটা সম্ভব উৎপাদনের ব্যবস্থা করতে হবে।"

বাংলাদেশে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে সমালোচনা আছে৷ তাদের বসিয়ে বসিয়ে অর্থ দেওয়া হচ্ছে৷ এখানে কোনো মহলকে সুবিধা দেয়ার অভিযোগ আছে৷ তেমনি নিজেদের গ্যাস নিয়ে গড়িমসির নেপথ্যে বড় বড় প্রতিষ্ঠানকে সুবিধা দেয়ার অভিযোগ আছে৷ ড. শামসুল আলম বলেন,"এখন যেটা করা হচেছ সেটা কোরামিন দিয়ে কোনোভাবে বাঁচিয়ে রাখা৷ এখানে আসল সমস্যা হচ্ছে লুটপাটের৷ সেটা বন্ধ করতে না পারলে কিছুতেই কিছু হবে না৷ ব্যাপক দুর্নীতিও চলবে আবার সক্ষমতার সাথে প্লান্টও কাজ করবে এটা বাংলাদেশ কেন বিশ্বের কোনো দেশেই সম্ভব নয়।

 

 

ঘরে বাইরে খবর

Latest News

‘ভক্তরা ঢপ রান্না হচ্ছে!’ দেখুন তৃণমূল কী সব কার্টুন বানিয়েছে, নালিশ করল বিজেপি নীল মসজিদ থেকে হাগিয়া সোফিয়া, তুরস্কের থেকে ছবি পোস্ট অনুপম-প্রশ্মিতার বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, নেটপাড়া বলল ‘হাওয়া অফিসের নিয়োগ তদন্ত স্থগিত’ ৪০০-তে ৩৯৯! ISC-তে রাজ্যে ‘প্রথম’ আর্টসের রীতিশা, পায়ে হাত দিয়ে প্রণাম শিক্ষকদের হেডের উইকেট ২ বার মিস,ময়াঙ্ককে করেছেন বোল্ড,MI-এর হয়ে অভিষেকেই নজর কাড়লেন অংশুল সম্পত্তি সংক্রান্ত বিবাদে কারা হবেন আদালতের দ্বারস্থ? দেখুন সাপ্তাহিক রাশিফল মমতাকে নিয়ে মিম বানানোর জের, কড়া কলকাতা পুলিশ,কে এটা বানিয়েছেন নাম-ঠিকানা বলুন প্রচারের সময় টোটো উলটে আহত বিজেপি প্রার্থী, ভর্তি করা হল হাসপাতালে ৭০ কিমিতে ঝড়ের তাণ্ডব চলবে কলকাতা-সহ ৭ জেলায়, জারি লাল সতর্কতা, কতক্ষণ বৃষ্টি? গপগপিয়ে খাচ্ছেন বাদশা, পুরনো ভিডিয়োতে গায়ককে চিনতে হোঁচট খেল নেটপাড়া

Latest IPL News

‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ