বাংলা নিউজ > ঘরে বাইরে > 'দিদি নয়, দিদা বলে ডাকবে আমায়', বাংলাদেশের ছাত্রলিগ নেতাদের 'নির্দেশ' হাসিনার

'দিদি নয়, দিদা বলে ডাকবে আমায়', বাংলাদেশের ছাত্রলিগ নেতাদের 'নির্দেশ' হাসিনার

শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্য শিনহুয়া নিউজ এজেন্সি/পিকচার অ্যালায়েন্স/ডয়চে ভেলে)

গত সোমবার ছাত্রলিগ নেতাদের সঙ্গে আলোচনার সময় ঠাট্টার সুরে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, 'আমাকে আপা নয়, দাদি বলে ডাকবে তোমরা।'

৭০-এর উপর বয়স হলেও তাঁকে 'দিদি' বলে সম্বোধন করা হয়। না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে না, কথা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের শাসকদল আওয়ামী লিগের সভানেত্রীকে অনেকেই সেদেশে দিদি বলে সম্বোধন করেন। এই বিষয় নিয়েই শেখ হাসিনা ঠাট্টার সুরে বিশেষ বার্তা দিলেন ছাত্রলিগের নেতাদের।

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগ নেতাদের সঙ্গে আলোচনার সময় ঠাট্টার সুরে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, 'আমাকে আপা নয়, দাদি বলে ডাকবে তোমরা।' উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিগের এক অনুষ্ঠআনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন ছাত্রলিগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিৎ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনরা। সেই সময় তাঁদের এই কথা বলেন শেখ হাসিনা।

বাংলাদেশী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেখ হাসিনা ছাত্র নেতাদের বলেন, 'প্রধান অতিথি হিসেবে না, দাদি হিসেবে চাও।' পাশাপাশি প্রধানমন্ত্রী ছাত্রনেতাদের উদ্দেশে পরামর্শ দেন, 'সাধারণ মানুষের সঙ্গে মিশে নীতি আদর্শ নিয়ে কাজ করতে হবে।' পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিৎ চন্দ্র দাসকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি গঠন করতে ধীর গতিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

 

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.