৭০-এর উপর বয়স হলেও তাঁকে 'দিদি' বলে সম্বোধন করা হয়। না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে না, কথা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের শাসকদল আওয়ামী লিগের সভানেত্রীকে অনেকেই সেদেশে দিদি বলে সম্বোধন করেন। এই বিষয় নিয়েই শেখ হাসিনা ঠাট্টার সুরে বিশেষ বার্তা দিলেন ছাত্রলিগের নেতাদের।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগ নেতাদের সঙ্গে আলোচনার সময় ঠাট্টার সুরে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, 'আমাকে আপা নয়, দাদি বলে ডাকবে তোমরা।' উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিগের এক অনুষ্ঠআনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন ছাত্রলিগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিৎ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনরা। সেই সময় তাঁদের এই কথা বলেন শেখ হাসিনা।
বাংলাদেশী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেখ হাসিনা ছাত্র নেতাদের বলেন, 'প্রধান অতিথি হিসেবে না, দাদি হিসেবে চাও।' পাশাপাশি প্রধানমন্ত্রী ছাত্রনেতাদের উদ্দেশে পরামর্শ দেন, 'সাধারণ মানুষের সঙ্গে মিশে নীতি আদর্শ নিয়ে কাজ করতে হবে।' পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিৎ চন্দ্র দাসকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি গঠন করতে ধীর গতিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।