HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > ক্ষমতা দখলের লড়াইয়ে লাগামহীন হিংসা, বাংলাদেশে ইউপি ভোটের সময় মৃত ৩৭

ক্ষমতা দখলের লড়াইয়ে লাগামহীন হিংসা, বাংলাদেশে ইউপি ভোটের সময় মৃত ৩৭

ক্ষমতাসীন দল আওয়ামী লিগের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচনী হিংসায় এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে৷

'একটু ঝগড়া হয়েই থাকে', ভোটের হিংসায় ৩৭ জনের মৃত্যুতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। (ছবি সৌজন্য সাজ্জাদ হোসেন/ডয়চে ভেলে)

স্থানীয় সরকার নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত দুই ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে৷ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না৷ ক্ষমতাসীন দল আওয়ামী লিগের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচনী হিংসায় এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে৷ এসব হিংসার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘ইউপি নির্বাচনে সবসময় একটু ঝগড়াঝাটি হয়েই থাকে৷’

বৃহস্পতিবার ৮৩৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী হিংসতায় মৃত্যু হয়েছে সাত জনের৷ এর মধ্যে নরসিংদিতে তিনজন, কুমিল্লায় দুইজন, কক্সবাজার ও চট্টগ্রামে একজন করে মারা গিয়েছেন৷ এর আগে ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম দফার ভোটে মারা যান ছয়জন৷ এরপর থেকে ভোটের মাঠের প্রচারে বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ সবমিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ৩৭ জনের মৃত্যু হয়েছে৷

এই মৃত্যুর ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বৃহস্পতিবার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন অপ্রীতিকর ঘটনা ও হিংসা বন্ধে আপনি পুলিশকে কী নির্দেশনা দিয়েছিলেন? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা এমন একটা উদাহরণ দিতে পারবেন যে পুলিশ নিষ্ক্রিয় ছিল? পুলিশের কাজ পুলিশ করছে৷ আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে৷ এই ইউপি নির্বাচন এটা সবসময় আপনারা দেখে আসছেন, এটা গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এখানে সবসময়ই একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে৷ যেটা হয়েছে বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি৷ পুলিশ যথার্থভাবে চিহ্নিত করেছে, দোষীদের ইতিমধ্যে গ্রেফতার করে ফেলেছে৷ যাঁরা এই চক্রান্তের সঙ্গে জড়িত, তাঁদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷'

‘ঝগড়াঝাঁটির’ বিষয় জানতে চাইলে স্থনীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, তাঁরা এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না৷ ৩৭ জনের মৃত্যুর পর এটা কীভাবে ঝগড়াঝাঁটি হয়? তাঁর বক্তব্য দেখে মনে হচ্ছে, মারামারি করে যে জিতে আসত পারবে, সে আমার৷ আগামী নির্বাচনে তোমাকে আমার কাজে লাগবে৷’ কেন এই হিংসা জানতে চাইলে ড. আহমেদ বলেন, ‘এটা তো নির্বাচনী সহিংসতা না, এটা ক্ষমতা দখলের হিংসা৷ এখানে যে নির্বাচিত হতে পারবে, সে তত বেশি লুটপাট করতে পারবে৷ এখন নির্বাচন করছে কারা? এদের লুটপাটের না হয় জবরদখলের ব্যাকগ্রাউন্ড আছে৷ নিজেদের আধিপত্য ধরে রাখার জন্যই তো তাদের নির্বাচিত হওয়া দরকার৷'

বৃহস্পতিবারের নির্বাচনের 'ঝগড়াঝাঁটি'-তে কুমিল্লার মেঘনা উপজেলার বাহুরখলা ইউনিয়নের হিরারচর গ্রামের মৃত মুদাফর আলীর ছেলে সানাউল্লাহ ডালি (৬০) ও মানিকচর ইউনিয়নের বল্লবেরকান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে শাওন আহমেদ (২৫) মারা গিয়েছেন৷ মানিকরচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহুরখলা ইউনিয়নের খিলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়৷

নরসিংদির রায়পুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিন জন মারা গেছেন৷ নিহতরা হলেন, বাঁশগাড়ি এলাকার দুলাল মিয়া (৪৫), সালাউদ্দিন (৪১) ও জাহাঙ্গীর মিয়া (২৬)৷ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছে আশরাফুল হক সরকার৷ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লিগ নেতা জাকির হোসেন নির্বাচন করছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে৷ নির্বাচন ঘিরে এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এই তিনজনের মৃত্যু হয়৷

এছাড়া কক্সবাজার সদর উপ-জেলার খুরুশকূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷ সাধারণ সদস্য প্রার্থী আনোয়ারা বেগম ও আবু বক্কর সিদ্দীকের কর্মী-সমর্থকদের সংঘর্ষে আক্তারুজ্জামান পুতু (৩২) মারা যান৷ দুই প্রার্থীই আওয়ামী লিগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে৷ চট্টগ্রামের ফটিকছড়িতেও দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ শফি (৫৫) নামে একজন নিহত হয়েছেন৷ দুই সদস্য প্রার্থীই আওয়ামী লিগ সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন৷

অভ্যন্তরীণ বিবাদে কেন এই প্রাণক্ষয়? জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘এখানে নির্বাচিত হতে পারলে তো নানা ধরনের সুযোগ সুবিধা, লুটপাটের ভাগিদার হওয়া যাবে৷ ফলে তারা সর্বশক্তি নিয়ে নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়েছে৷ এখানে আধিপত্যের লড়াইয়ে যে টিকে থাকতে পারবে সেই সুবিধাগুলো পাবে৷ ফলে এটাকে ভোটের হিংসা না বলে আধিপত্যের লড়াইয়ের হিংসা বলাই ভালো৷ আর নির্বাচন কমিশন তো নিজেদের অবস্থান আগেই নষ্ট করে ফেলেছে৷ এই ধরনের সহিংসতা বন্ধে তাদের কোন ওধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না৷ তাদের কেউ মাঠেও নেই৷'

তবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ ডয়চে ভেলেকে বলেন, ‘বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে এলে তখনও হয়তো এই ধরনের সহিংসতা হতে পারত৷ কিন্তু এত সহিংসতা আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখিনি৷ কিন্তু এখানে যে বিষয়টা লক্ষ্যণীয় যে, যাঁরা ভোটের মাঠে হিংসা করছেন, তাঁরা আগে মাঠ থেকে বিরোধীদের হটিয়ে দিয়েছেন৷ ফাঁকা মাঠে তাঁরা এখন নিজেরাই ভীষণ অসহিষ্ণু ও উগ্র হয়ে সংঘাতে জড়িয়ে পড়েছেন৷ এই পরিস্থিতি এখন কোথায় গিয়ে ঠেকবে, সেটাই এখন আমার প্রশ্ন?’

ঘরে বাইরে খবর

Latest News

১৩ বছরের কিশোরীকে বিয়ে করায় গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ শাহী পনির, কোরমা আর…! বিশ্বের সেরা ৫০ খাবারের তালিকায় ৯টি ভারতের মাঝ আকাশে মারামারিতে জড়িয়ে পড়লেন মহিলা যাত্রীরা, বিমান জরুরি অবতরণ করলেন পাইলট সংখ্য়াগরিষ্ঠতা হারাচ্ছে হরিয়ানা সরকার! ৩ নির্দল বিধায়কের কংগ্রেসকে সমর্থন বিচার বিভাগকে অসম্মানের অভিযোগ! শুরুতেই আইনি জটে অক্ষয়-আরশাদের জলি এলএলবি ৩ চলন্ত ট্রেনের মধ্যেই যুবকের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ RPF জওয়ানের বিরুদ্ধে মোদীকে মেসেজ করলে কতক্ষণে উত্তর পান, ব্যক্তিগত সম্পর্কই বা কেমন? জানালেন মিঠুন ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ বাড়িতে সৎ মায়ের মুখোমুখি,এষাকে প্রথম দেখে কী করেছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী প্রকাশ ‘ও আয় করবে, আর আমি বসে বসে…’, বছর ১০ আগে ডোনার থেকে আর কী আবদার ছিল সৌরভের?

Latest IPL News

৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ