বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বঙ্গভবন!‌ মুখোমুখি হবেন মোদী–মমতা?‌

প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বঙ্গভবন!‌ মুখোমুখি হবেন মোদী–মমতা?‌

মমতা বন্দ্যোপাধ্যায়। (HT Photo) (HT_PRINT)

বারাণসীতে কোচবিহারের রাজাদের একটি সম্পত্তি আছে। বাঙালিটোলার ঢিলছোঁড়া দূরত্বে সোনারপুরা রোডের উপর রাজাদের প্রাসাদ আছে। তাকে হাওয়া মহল বলে। সেখানে পাঁচটি শিব মন্দির, বড়মা–ছোটমা দুটি কালী মন্দির, রাধাগোবিন্দের মন্দির, বৃদ্ধাবাস ছাড়াও এক একর ফাঁকা জমি রয়েছে। 

এবার মোক্ষম চাল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে এবার তৈরি হবে বঙ্গভবন। আর তা হবে বাংলার সরকারের উদ্যোগেই। এই বঙ্গভবনের নকশার কাজ রাজ্যের পূর্ত দফতরকে শুরুর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এমনকী এই বিষয় নিয়ে বৈঠকও করেছেন মুখ্যসচিব। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী পা রেখে একটি বঙ্গভবন তৈরির ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তার জন্য বিশ্বনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরত্বের একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর।

কত বড় জায়গা নিয়ে হবে বঙ্গভবন?‌ নবান্ন সূত্রে খবর, এক একরের সামান্য কম জমিতে হবে এই প্রস্তাবিত বঙ্গভবন। তবে কত খরচ হবে তা এখনও ঠিক হয়নি। কারণ পূর্ত দফতর জানিয়েছে, নকশা চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রস্তাবিত বঙ্গভবন তৈরি খরচ বলা সম্ভব নয়। আর বারাণসীতে বহুতল নির্মাণের জন্য ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) কত তা জানার জন্য বারাণসী পুরনিগমের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে।

ঠিক কোথায় হবে বঙ্গভবন?‌ জানা গিয়েছে, বারাণসীতে কোচবিহারের রাজাদের একটি সম্পত্তি আছে। বাঙালিটোলার ঢিলছোঁড়া দূরত্বে সোনারপুরা রোডের উপর রাজাদের প্রাসাদ আছে। তাকে হাওয়া মহল বলে। সেখানে পাঁচটি শিব মন্দির, বড়মা–ছোটমা দুটি কালী মন্দির, রাধাগোবিন্দের মন্দির, বৃদ্ধাবাস ছাড়াও এক একর ফাঁকা জমি রয়েছে। সেই জমিতেই নয়া বঙ্গভবন তৈরির প্রস্তাব রয়েছে।

এখন প্রশ্ন উঠছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়?‌ তাই এই বঙ্গভবনের পরিকল্পনা? কারণ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলেছিলেন আগামী লোকসভা কেন্দ্রে মোদীর বিরুদ্ধে প্রার্থী হবেন মমতা। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। এবার এই বঙ্গভবন সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও‌ উত্তর সময় দেবে।

পরবর্তী খবর

Latest News

রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের? ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.