এবার থেকে সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা থাকবে? প্রতি সপ্তাহে দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছে। তবে আগামী সপ্তাহের শুক্রবার 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন'-র (ইউএফবিইউ) সঙ্গে বৈঠকে সেই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করতে পারে ‘ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন’ (আইবিএ)। একটি রিপোর্ট অনুযায়ী, আপাতত যে প্রতি মাসের শুধু দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে দুটি করে ছুটি থাকে, সেটা এবার চারটি সপ্তাহেই হবে (যদি প্রস্তাব কার্যকর হয়)। অর্থাৎ প্রথম এবং তৃতীয় সপ্তাহে যে শনিবার ব্যাঙ্ক খোলা থাকে, এবার সেটা হবে না। সেইসঙ্গে ওই বৈঠকে বেতন বৃদ্ধি, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের মেডিক্যাল ইনসিওরেন্স নিয়েও আলোচনা করা হতে পারে ওই রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: Best Home Loan Rates: কোন ব্যাঙ্ক থেকে হোম লোন সবচেয়ে বেশি লাভ হবে? EMI কত পড়বে? রইল পুরো হিসাব
সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৮ জুলাই বৈঠকে বসবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন। সেই বৈঠকেই প্রতি সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখা এবং দু'দিন ব্যাঙ্ক বন্ধ রাখার বিষয়ে আলোচনা করা হতে পারে। দীর্ঘদিন ধরেই যে দাবি তুলে আসছেন ব্যাঙ্ককর্মীদের একাংশ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, প্রতি সপ্তাহে দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে বাকি পাঁচদিন ৪০ মিনিট করে অতিরিক্ত ব্যাঙ্ক খোলা থাকবে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টে ৪০ মিনিট পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: SBI FD vs PO Term Deposit: কোথায় টাকা লাগিয়ে বেশি সুদ পাবেন
গত ১৯ জুলাই ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের তরফে জানানো হয়, প্রতি সপ্তাহে দু'দিন ছুটির জন্য ইতিমধ্যে একাধিকবার আলোচনা করা হয়েছে। ফোরামের তরফে বলা হয়েছে, ‘ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে বিভিন্ন পক্ষ এবং ওই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা চলছে। আর বিলম্ব না করে যাতে দ্রুত সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খুলে রাখা হয় (দু'দিন, আইবিএয়ের কাছে আমরা সেই আর্জি জানিয়েছি।’
উল্লেখ্য, বর্তমানে ব্যাঙ্কে দুটি সপ্তাহে দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকে (দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে)। আর দুটি সপ্তাহে (প্রথম এবং তৃতীয় সপ্তাহে) শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। শুধু রবিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। যেদিন ব্যাঙ্ক খোলা থাকে, সেদিন সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করা হয়।