বাটা ইন্ডিয়া জুতোর দুনিয়ায় একেবারে পরিচিত নাম। তার সঙ্গেই আর এক অতি পরিচিত নাম অ্য়াডিডাস। এবার সিএনবিসি-টিভি ১৮এর খবর, ভারতীয় বাজারকে আরও ভালো করে ধরার জন্য় এবার অ্যাডিডাসের সঙ্গে একসঙ্গে পথ চলার ব্যাপারে কথাবার্তা বলছে বাটা। মানে তাদের মধ্য়ে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ।
তবে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই কথাবার্তা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বাস্তবে যদি এটা হয়ে থাকে তবে ভারতীয় জুতোর বাজারে একেবারে হইহই ব্যাপার হয়ে যাবে। ভারতের অন্যতম অগ্রনী জুতো প্রস্তুতকারক সংস্থা এই বাটা। বাটা মানে টেকসই জুতো এটা যেন লোকের মুখে মুখে ফেরে। অনেকেরই পছন্দের ব্র্যান্ড। প্রায় ৭০০ শহরে তাদের ২১০০ স্টোর। শহরের একেবারে উল্লেখযোগ্য জায়গায় থাকে তাদের স্টোর।অনেকের কাছেই বাটার জুতো মানে একটা ঐতিহ্যের প্রতীক।
বর্তমান আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে বাটার নেট লাভ ১০৬.৮ কোটি। তবে এক বছর আগের তুলনায় এই লাভ প্রায় ১০.৩ শতাংশ কমেছে। মিডিয়া রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। তবে বিগত দিনে এই কোয়ার্টারে কোম্পানির রেভেনিউ ছিল ৯৪৩ কোটি। বর্তমানে তা বেড়ে হয়েছে ৯৫৮.১ কোটি টাকা। অর্থাৎ ১.৬ শতাংশ বেড়েছে।
বাটার পক্ষ থেকে ইতিমধ্য়েই জানানো হয়েছে, একাধিক নয়া স্কিম রয়েছে আমাদের। যেমন বাটা সু কেয়ার প্রোগ্রাম। বাই নাও পে ল্যাটার। এখন কেনো পরে দাম দাও, বাটা ওয়ালেট। ব্র্যান্ড মার্কেটিংয়ের উপর বরাবরই জোর দেয় বাটা।
তবে সেই বাটার সঙ্গে যদি অ্যাডিডাসের যুগলবন্দি হয় তবে তো কথাই নেই। কার্যত চাপে পড়ে যেতে অন্য জুতোর কোম্পানি। কারণ জুতোর দুনিয়ায় এই দুটি নাম যথেষ্ট নির্ভরযোগ্য এমনটাই মনে করেন অনেকে।
তবে সিএনবিসি-টিভি ১৮এর খবর বলছে, ভারতীয় বাজারকে আরও ভালো করে ধরার জন্য় এবার অ্যাডিডাসের সঙ্গে একসঙ্গে পথ চলার ব্যাপারে কথাবার্তা বলা শুরু করেছে বাটা। মানে তাদের মধ্য়ে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। তবে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই কথাবার্তা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলপ্রসূ হলে এককথায় বিরাট ব্যাপার।