মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে তোলপাড় ছত্তিশগড়ের রাজনীতি। আর এরই মধ্যে গতকাল বিজেপির তরফ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। উক্ত ভিডিয়োতে শুভম সোনি নামক এক ব্যক্তি নিজের বক্তব্য পেশ করেন। তাঁর দাবি, মহাদেব বেটিং অ্যাপের মালিক তিনিই। আর ভিডিয়োতে সেই শুভম সোনি দাবি করেন, ভূপেশ বাঘেলই নাকি তাঁকে দুবাই যেতে পরামর্শ দিয়েছিলেন। ভিডিয়োতে শুভম দাবি করেন, 'আমিই মহাদেব অ্যাপের মালিক। সৌরভ চন্দ্রাকর এবং রবি উপ্পল আমার পরামর্শদাতা।' সেই ভিডিয়োতে শুভম বলেন, 'আমাদের ব্যবসা যখন বাড়তে থাকে, তখনই আমরা আইনি জটিলতায় পড়তে থাকি। তাই আমাদের সুরক্ষার প্রয়োজন হয়ে পড়েছিল। তখনই ভর্মাজির সঙ্গে আলাপ হয়। বৈঠক করি তাঁর সঙ্গে। এরপর সুরক্ষার বদলে টাকা দেওয়া শুরু হয়।' (আরও পড়ুন: দেড় বছর ধরে চলছে তদন্ত, অবশেষে মহাদেব বেটিং অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র)
ভিডিয়োতে শুভম বলেন, 'প্রথম দিকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে দিতাম। আমাদের কাজ আরও বাড়তে থাকল। পরে রায়পুরে মুখ্যমন্ত্রী স্যার এবং বিট্টুর সঙ্গে দেখা হয়।' তাঁর দাবি, বাঘেলের পরামর্শেই দুবাইয়ে পালিয়ে গিয়েছেন তিনি। উল্লেখ্য, ইডির তরফে দাবি করা হয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা। ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাদেব অ্যাপের প্রসঙ্গ তুলে কংগ্রেস এবং বাঘেলকে তোপ দেগেছেন। এরই মাঝে এবার বিজেপির তরফ থেকে এই ভিডিয়ো প্রকাশ করা হল। যাতে আরও অস্বস্তিতে পড়বেন বাঘেল। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই খারিজ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শুভম সোনিকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন না। কোনওদিন তাঁর সঙ্গে দেখাও হয়নি শুভমের।
জানা গিয়েছে, এই মামলায় সম্প্রতি অসীম দাস এবং ভিম সিং যাদব নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ইডি জানায়, বৃহস্পতিবার রায়পুরের এক হোটেল থেকে ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করে পুলিশ। জেরায় অসীম দাস বলে, বাঘেল নামক এক রাজনীতিবিদকে এই টাকা দিতে এসেছিল সে। এই টাকা নাকি দুবাই থেকে এসেছিল। গত তিন, চার মাসে এই নিয়ে ইডি চতুর্থ জনকে গ্রেফতার করল এই মামলায়। এখনও পর্যন্ত ৪৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।
এদিকে এই মামলার সঙ্গে যুক্ত আরও এক ব্যক্তিকে কয়েকদিন আগে তলব করেছিল ইডি। তাঁর নাম শুভম সোনি। তবে তিনি হাজিরা দেননি। তবে ইমেল মারফত তিনি ইডিকে জানিয়েছিলেন, এই অ্যাপের কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে রাজনীতিবিদদের টাকা দেওয়া হত। সোনির থেকেই নাকি ইডি জানতে পারে, ভূপেশ বাঘেলকে নিয়মিত টাকা দেওয়া হত মহাদেব অ্যাপের তরফ থেকে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে নাকি এখনও পর্যন্ত মোট ৫০৮ কোটি টাকা দেওয়া হয়েছে।