মহাদেব বেটিং অ্যাপ নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। এই অ্যাপের মালিকের বিলাসবহুল বিয়ে থেকে শুরু করে বলিউড তারকাদের যোগ চোখ কপালে তুলছিল। এরই মাঝে গতকাল ইডির তরফে দাবি করা হয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা। জানা গিয়েছে, এই মামলায় সম্প্রতি অসীম দাস এবং ভিম সিং যাদব নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ইডি জানায়, বৃহস্পতিবার রায়পুরের এক হোটেল থেকে ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করে পুলিশ। গত তিন, চার মাসে এই নিয়ে ইডি চতুর্থ জনকে গ্রেফতার করল এই মামলায়। এখনও পর্যন্ত ৪৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এদিকে ধৃত ভিম সিং আবার ছত্তিশগড় পুলিশের কনস্টেবল ছিল।
এদিকে এই মামলার সঙ্গে যুক্ত আরও এক ব্যক্তি তলব করেছিল ইডি। তাঁর নাম শুভম সোনি। তবে তিনি হাজিরা দেননি। তবে ইমেল মারফত তিনি ইডিকে জানিয়েছিলেন, এই অ্যাপের কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে রাজনীতিবিদদের টাকা দেওয়া হত। সোনির থেকেই নাকি ইডি জানতে পারে, ভূপেশ বাঘেলকে নিয়মিত টাকা দেওয়া হত মহাদেব অ্যাপের তরফ থেকে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে নাকি এখনও পর্যন্ত মোট ৫০৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এদিকে ইডির জালে জড়ানো অসীম দাসও জানান, 'বাঘেলকে' দিতেই ৫.৩৯ কোটি টাকা নিয়ে এসেছিলেন তিনি। সেই টাকা পাঠানো হয়েছিল দুবাই থেকে। এই অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছেন ভূপেশ বাঘেল। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, 'ছত্তিশগড়ে আয়কর বিভাগ, ইডি, সিবিআইকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছে বিজেপি।'
ভূপেশ বাঘেল নিজের পোস্টে লেখেন, 'নির্বাচনের ঠিক আগে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য ইডি একটি অত্যন্ত বিদ্বেষপূর্ণ পদক্ষেপ করেছে... ইডি নিজেই বলেছে যে উল্লিখিত বিবৃতি তদন্ত সাপেক্ষে। তবে তদন্ত যদি না হয়েই থাকে, তাহলে তাড়াহুড়ো করে একজনের বক্তব্যের ভিত্তিতে প্রেস রিলিজ দেওয়া হল কেন? এর থেকেই ইডি এবং কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয়। আমি প্রকাশ্যে ইডি-র বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। এখন প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ তাদের ব্যবহার করেই ছত্তিশগড়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু ছত্তিশগড়ের জনগণ তা মেনে নেবে না।'
উল্লেখ্য, মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটার সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পল সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে। সেখান থেকেই তারা এই বেআইনি ব্যবসা পরিচালনা করে। এই অ্যাপের মাধ্যমে প্রায় ৫০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে দুবাইতে নিজের বিয়েতে সৌরভ এক রাতে ২০০ কোটি টাকা খরচ করেছিল বলে জানিয়েছিল ইডি। এই অর্থের একটা বড় অংশ গিয়েছিল বলিউড সেলিব্রিটিদের কাছে। এই সৌরভ আগে ছত্তিশগড়ের ভিলাইয়ে জুস বিক্রি করত বলে জানা যায়।