পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বিতর্কিত মন্তব্য়ের বিরুদ্ধে এবার পালটা সরব বিহারের বিজেপি ও জেডিইউ নেতৃত্ব। এই মন্তব্য়কে ঘিরে চরণজিৎ সিংকে পালটা বিঁধছেন তাঁরা। ঠিক কী বলেছেন চরণজিৎ সিং চান্নি? সূত্রের খবর, সম্প্রতি পঞ্জাবে ভোট প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশ, বিহার আর দিল্লির ভাইয়াদের রাজ্যের ঢুকতে দেবেন না। এনিয়ে বিহারের মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেন,বিহার ও ইউপির পরিশ্রমী মানুষদের কীভাবে অপমান ও ঠাট্টা করছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী। প্রিয়াঙ্কা গান্ধী তাতে হাততালি দিচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কংগ্রেসকে এজন্য় ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, পঞ্জাবের সম্পদের পেছনে হাজার হাজার বিহারের পরিযায়ী শ্রমিকদের শ্রম থাকে, এটা কী চান্নি জানেন? অত্যন্ত লজ্জাজনক ও খারপ রুচির পরিচয় দিয়েছেন চান্নি, এমনটাই দাবি বিহারের মন্ত্রীর। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতের ঐক্যকে এভাবে একমাত্র অশ্রদ্ধা করতে পারেন কংগ্রেস নেতৃত্বই।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রূপনগরের সেই রোড শোর ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী চান্নির কথায় হাতহালিও দিচ্ছেন। এনিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বলেন, লজ্জাজনক মন্তব্য। চান্নির এটা জানা উচিত বিহার ও উত্তরপ্রদেশের লোকজন যদি পঞ্জাবে যাওয়া বন্ধ করে দেন তবে ওখানে কৃষি, শিল্প দুটোই থমকে যাবে।