প্রথমে মদ্যপ অবস্থায় ঝগড়া হয়। পরে স্ত্রীকে গুলি করে খুন করলেন বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। রতিবাদ পুলিশ স্টেশন এলাকার অন্তর্গত সাই নগর কলোনিতে নিজের বাড়িতেই এই কাণ্ড ঘটান রাজেন্দ্র পান্ডে নামক সেই বিজেপি নেতা। ঘটনার পর থেকেই অবশ্য তিনি পলাতক। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ঘটনাটি ঘটেছে।
এই ঘটনা প্রসঙ্গে ভোপালের অতিরিক্ত পুলিশ কমিশনার চন্দ্রশেখর পান্ডে সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, 'মঙ্গলবার ভোররাত ১টার দিকে শহরের রতিবাদ থানার অন্তর্গত সাই নগর কলোনিতে ঘটনাটি ঘটেছে। বিজেপি নেতা রাজেন্দ্র পান্ডে সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। স্ত্রীর সঙ্গে তাঁর ঝামেলা চলছিল কিছু একটা নিয়ে। এরপর রাগের মাথায় তিনি তাঁর স্ত্রীকে একটি ১২ বোরের বন্দুক দিয়ে গুলি করেন। সেই গুলি গিয়ে রাজেন্দ্রর স্ত্রীর কোমরে লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান।'
পুলিশ জানিয়েছে যখন এই ঘটনাটি ঘটে, তখন রাজেন্দ্র পান্ডের মেয়ে এবং তাঁর জামাইও বাড়িতে উপস্থিত ছিলেন। এই আবহে অপরাধ করার পরই অভিযুক্ত রাজেন্দ্র পান্ডে বাড়ি ছেড়ে পালিয়ে যান। তখন থেকেই তিনি পলাতক। পুলিশ তাঁকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানান ভোপালের অতিরিক্ত পুলিশ কমিশনার চন্দ্রশেখর পান্ডে। এদিকে এসিপি জানান, রাজেন্দ্রর মেয়ে এবং তাঁর জামাইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ঠিক কী নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা হয়, তা এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে। অভিযুক্ত রাজেন্দ্র পান্ডে অতীতে বিজেপির মন্ডল সহ-সভাপতিও ছিলেন। এই আবহে বিজেপি তাদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছে। রাজেন্দ্রর সঙ্গে সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার করতে চাইছে না গেরুয়া শিবির। দলের তরফে রাজেন্দ্র সম্পর্কে বলা হয়, 'দলে তাঁর বর্তমান পদ সম্পর্কে কোনও তথ্য নেই আমাদের কাছে।'