বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP Meet: ২০০-র স্বপ্ন ফেল করলেও হাল ছাড়ছেন না, শীঘ্রই বাংলা দখল করবে BJP, দাবি শাহের

BJP Meet: ২০০-র স্বপ্ন ফেল করলেও হাল ছাড়ছেন না, শীঘ্রই বাংলা দখল করবে BJP, দাবি শাহের

অমিত শাহ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

BJP Meet: গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ২০০ আসনের স্বপ্ন দেখিয়েছিলেন শাহ। কিন্তু সেই স্বপ্নের উড়ান গন্তব্যের অনেক আগেই ভেঙে পড়েছিল। তাতে অবশ্য় বিজেপি যে হাল ছাড়ছে না, তা হায়দরাবাদে বিজেপির দু'দিনের জাতীয় কর্মসিমিতির বৈঠকে শাহ বুঝিয়ে দিয়েছেন

শীঘ্রই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি। ওড়িশা তেলাঙ্গানা, কেরল এবং অন্ধ্রপ্রদেশেও বিজেপি ক্ষমতা দখল করবে। জাতীয় কর্মসিমিতির বৈঠকে এমনই প্রস্তাব পেশ করলেন অমিত শাহ। তাঁর দাবি, বাংলায় পরিবারতন্ত্রে ইতি টানবে বিজেপি।

গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ২০০ আসনের স্বপ্ন দেখিয়েছিলেন শাহ। কিন্তু সেই স্বপ্নের উড়ান গন্তব্যের অনেক আগেই ভেঙে পড়েছিল। তাতে অবশ্য় বিজেপি যে হাল ছাড়ছে না, তা হায়দরাবাদে বিজেপির দু'দিনের জাতীয় কর্মসিমিতির বৈঠকে শাহ বুঝিয়ে দিয়েছেন বলে জানান অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।

বিজেপির রাজনৈতিক প্রস্তাবে শাহ দাবি করেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে। সেইসঙ্গে ওড়িশা, কেরালা এবং অন্ধ্রপ্রদেশেও বিজেপি সরকার গড়বে। অর্থাৎ দেশের সব রাজ্যেই ক্ষমতা দখলের স্বপ্ন দেখিয়েছেন শাহ। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ পরিবারতন্ত্র, আঞ্চলিকবাদ এবং তোষণ চরম উঠেছে বলে দাবি করেন। সেই পরিস্থিতি পালটে বিজেপি উন্নয়নের জোয়ার আসবে বলে জানিয়েছেন শাহ।

আরও পড়ুন: BJP Meet: ‘‌স্মৃতি ইরানির সেটা নিয়ে ভাবা উচিত’‌, তীব্র প্রতিবাদ করলেন কাকলি

তবে শাহ যে স্বপ্ন দেখিয়েছেন, তাতে পাত্তা দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, গত বছর বিধানসভা ভোটের আগে 'ডেলি প্যাসেঞ্জারির' সময়ও একই কথা বলেছিলেন শাহ। তাতে কিছুই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার ব্যাপক উন্নতি হয়েছে বলেও দাবি করেন কুণাল। সেইসঙ্গে শাহের পরিবারতন্ত্র অভিযোগ প্রসঙ্গে কুণালের বক্তব্য, বিজেপির মুখে পরিবারতন্ত্র মানায় না। বিজেপির দেওয়ালে অধিকারী প্রাইভেট লিমিটেডের সাইনবোর্ড আছে।

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন