২০০৮ সালে চিনে বেজিং অলিম্পিকের সময় চিনে গিয়ে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী ঠিক কী করেছিলেন? চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে কি তিনি বৈঠক করেছিলেন? তা নিয়েই এবার বিজেপি- কংগ্রেস তরজা তুঙ্গে।
রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে নিশানা করে তির ছুঁড়লেন বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর। তাঁর দাবি সোনিয়া ও রাহুল চিনের সঙ্গে গোপন বোঝাপড়ার চেষ্টা করেছিলেন। তাঁর দাবি ২০০৮ সালের বেজিং অলিম্পিকের সময় কংগ্রেস দল চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে গোপন বোঝাপড়া করেছিল। বিজেপি এমপি রাজ্যবর্ধন রাঠোরের দাবি, এটা দুটি দলের মধ্য়ে চুক্তি ছিল। এটা কোনও দেশের মধ্য়ে ব্যাপারটা ছিল না। তাঁর দাবি তৎকালীন কমিউনিস্ট পার্টির তৎকালী সাধারণ সম্পাদক জি জিংপিংয়ের সঙ্গে রাহুল গান্ধী একটা গোপন চুক্তি করেছিলেন। ঠিক কী বলেছেন তিনি?
এএনআই সূত্রে খবর, বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর জানিয়েছেন, আমি ২০০৮ সালে চিনের বেজিং অলিম্পিকের সময় ছিলাম। আমরা জানতে পারি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। কিন্তু তাঁরা আমাদের কাছে আসেননি। তাঁরা কমিউনিস্ট পার্টি অফ চিনের সঙ্গে দেখা করেছিলেন। আসলে তাঁরা বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিলেন? আমি আমার কথা থেকে সরব না কিছুতেই।
তবে কংগ্রেস নেতা অজয় মাকেন রাজ্যবর্ধন রাঠোরের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনার কথা জানিয়েছেন। অজয় মাকেন টুইট করে লিখেছেন, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হিসাবে আমি রাজ্যবর্ধন রাঠোরকে বলছি যদি এই খবর সত্যি হয়, তবে আমি বলছি দিল্লি বিধানসভার প্রাক্তন স্পিকার হিসাবে বলছি, রাজ্যবর্ধন রাঠোরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ জানানো হোক।
তিনি একটি খবরের অংশ টুইটারে শেয়ার করেছেন। সেখানে খবরের শিরোনাম রয়েছে, সোনিয়া ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করতে চিনের গেম ভিলেজে গিয়েছেন। তবে এই খবরের সত্যতা যাচাই করেননি হিন্দুস্তান টাইমস বাংলা। এই খবরের ক্লিপটি অজয় মাকেন তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তবে ২০০৮ সালে চিনের সেই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্য়ে তরজা একেবারে তুঙ্গে উঠেছে।