বাংলা নিউজ > ঘরে বাইরে > বাংলার ১৩ জন শ্রমিক আটকে দুবাইতে, বিদেশমন্ত্রীর দ্বারস্থ বিজেপি সাংসদ সুকান্ত

বাংলার ১৩ জন শ্রমিক আটকে দুবাইতে, বিদেশমন্ত্রীর দ্বারস্থ বিজেপি সাংসদ সুকান্ত

এস জয়শংকর-সুকান্ত মজুমদার।

সম্প্রতি উত্তরাখণ্ডের উত্তরকাশিতে গিয়ে বাংলার তিনজন শ্রমিক গুহায় আটকে পড়েছিলেন। তাঁরা হুগলি ও কোচবিহারের বাসিন্দা ছিলেন। সেখান থেকে ফিরে এসে তাঁরা বুঝেছেন অন্যত্র কাজ করতে গিয়ে বিপদে পড়লে কেমন হয়। এবার দুবাই অর্থাৎ ভিন দেশে গিয়ে বাংলার ১৩ জন শ্রমিক আটকে পড়েছেন। তাঁদের সেখানে আটকে রাখা হয়েছে অভিযোগ।

আবুধাবিতে দালাল চক্রের হাতে আটকে বাংলার ১৩ জন শ্রমিক। এই শ্রমিকরা মূলত দক্ষিন দিনাজপুর জেলার। মোট ১৩ জন পরিযায়ী শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের দ্বারস্থ হলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই শ্রমিকদের নামের তালিকা বিদেশমন্ত্রীর হাতে তুলে দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এই তালিকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত ফিরিয়ে আনার বিষয়টি জানান। সুকান্ত জানান, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

আজ, মঙ্গলবার সংসদ চলাকালীন সাংসদ সুকান্ত মজুমদার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আর এই বিষয়টি জানিয়ে আটকে পড়া তাঁর জেলার ১৩ জন পরিযায়ী শ্রমিককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে লিখিত চিঠি দিয়ে আবেদন জানান। সেই চিঠিতে সুকান্ত মজুমদার বিদেশমন্ত্রীর কাছে ওই ১৩ জন পরিযায়ী শ্রমিকের নাম ও তাঁদের পাসপোর্ট নম্বর উল্লেখ করেন। ১ ডিসেম্বর এই জেলার বেশ কয়েকজন শ্রমিক দুবাইয়ে যান। কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ৬ তারিখ দুবাই পৌঁছয়ে তাঁরা জানতে পারেন কম পারিশ্রমিকে বাড়তি কাজ করানো হবে তাঁদের। তখনই দেশে ফিরে আসার আওয়াজ তোলেন তাঁরা। কিন্তু কোনও অবস্থাতেই তাঁদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। একটি ভিডিয়ো বার্তায় শ্রমিকরা বিষয়টি তুলে ধরেন।

এদিকে বালুরঘাটের সাংসদ নয়াদিল্লি থেকে এক ভিডিয়ো বার্তায় জেলায় সেই খবর জানিয়ে বলেন, ‘‌বিদেশমন্ত্রী পুরো বিষয়টি মানবিকতার সঙ্গে শুনেছেন। এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন।’‌ সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করে ওই যুবকদের পরিবার। সুকান্ত মজুমদার তাঁদের বাড়িতে ফিরিয়ে আনার আশ্বাস দেন। এখান থেকে বেশি টাকা রোজগারের আশায় ভিন রাজ্য তথা ভিন দেশেও পাড়ি দেন শ্রমিকরা। আর সেখানে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়েন। এমন অভিযোগ আগেও এসেছে বারবার।

আরও পড়ুন:‌ রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে নালিশ ঠুকলেন শুভেন্দু, নির্বাচন কমিশনে জমা অভিযোগ

অন্যদিকে সম্প্রতি উত্তরাখণ্ডের উত্তরকাশিতে গিয়ে বাংলার তিনজন শ্রমিক গুহায় আটকে পড়েছিলেন। তাঁরা হুগলি ও কোচবিহারের বাসিন্দা ছিলেন। সেখান থেকে ফিরে এসে তাঁরা বুঝেছেন অন্যত্র কাজ করতে গিয়ে বিপদে পড়লে কেমন হয়। এবার দুবাই অর্থাৎ ভিন দেশে গিয়ে বাংলার ১৩ জন শ্রমিক আটকে পড়েছেন। তাঁদের সেখানে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। বিদেশমন্ত্রক হস্তক্ষেপ করতে চলেছে তাঁদের ফিরিয়ে আনতে। এই বিষয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‌বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করে তাঁর দফতরে আমি সমস্ত বিষয় তাঁকে জানাই। উনি আশ্বস্ত করেছেন, ওই দেশের সরকারের সঙ্গে কথা বলে দ্রুতই ওনাদের ভারতে তথা পশ্চিমবঙ্গে ফেরানো হবে।’‌

ঘরে বাইরে খবর

Latest News

ঘণ্টায় সাড়ে ৬ লাখ টাকা খরচ! ডায়মন্ড মডেলের হিসেব দিলেন অভিষেক,১০ বছরে কত জানেন? কীভাবে ব্যাকিং ছাড়া এক দশক পার করলেন বলিউডে? সহজ সত্যিটা বললেন তাপসী দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! কসবার আনন্দপুরে রক্তাক্ত বিজেপি নেত্রী, গ্রেফতার আসরাফ সহ ২ 'সব ঠিক আছে তো?' ছেলেকে নিয়েই জন্মদিনের আনন্দে মাতোয়ারা কোয়েল, গরহাজির রানে DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের

Latest IPL News

দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.