বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে রামেশ্বরম কাফেতে ভয়াবহ বিস্ফোরণ। অন্তত চারজন জখম হয়েছেন বলে খবর। কীভাবে সেই কাফেতে বিস্ফোরণ হল তা নিয়ে ইতিমধ্য়েই খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্য়েই পুলিশ, দমকল, ফরেনসিক টিম, বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তিনজন স্টাফ ও একজন ক্রেতা আহত হয়েছেন বলে খবর। ওখান থেকে যে আই কার্ড মিলেছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে…
রামেশ্বরমের ওই ক্যাফে যথেষ্ট জনপ্রিয়। একাধিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই ক্যাফেতে ব্যাগ রাখা ছিল। সেই ব্য়াগের মধ্য়ে বিস্ফোরক কিছু ছিল কি না সেটা দেখা হচ্ছে। বেঙ্গালুরুর ওই ক্য়াফেটি ব্রুকফিল্ড এরিয়ায় রয়েছে। তবে সূত্রের খবর, যারা আহত হয়েছেন তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, একটি ব্যাগ রাখা ছিল বেঙ্গালুুরুর ওই ক্যাফেতে। সেখানেই প্রাথমিকভাবে বিস্ফোরণ হয় বলে খবর। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। পুলিশ জানিয়েছে ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দমকলও ঘটনাস্থলে যায়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ফরেনসিক টিম এলাকা থেকে নমুনা সংগ্রহের কাজ করছে। কিন্তু ঠিক কী ধরনের সামগ্রী সেখানে ছিল সেটা দেখা হচ্ছে। কে বা কারা এই ধরনের জিনিস ওখানে রেখেছিল সেটা দেখা হচ্ছে। এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। তবে সবটাই পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে পরীক্ষার পরেই আসল ঘটনা যাবে।
তবে সিলিন্ডার বিস্ফোরণ থেকেও এই ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে একেবারে মধ্য়াহ্নভোজের সময়ই এই ঘটনা। পাশাপাশি অফিসের অনেকেই এই সময় ওখানে খেতে আসেন। তাঁরাও আহত হতে পারতেন। তবে ঘটনাস্থলে বোম্ব স্কোয়াডও গিয়েছে। তারাও সব দিকটা খতিয়ে দেখছেন। এর মধ্য়ে নাশকতামূলক কোনও ব্যাপার রয়েছে কি না সেটা পরিস্কার নয়। এক ব্যক্তি টিভি চ্যানেলে জানিয়েছেন, আচমকাই বিকট আওয়াজ হল। তারপরই এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।