বাংলা নিউজ > ঘরে বাইরে > Boat Capsized in Ganga Near Patna: ৫৫ যাত্রী নিয়ে গঙ্গায় ডুবল নৌকা, অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা

Boat Capsized in Ganga Near Patna: ৫৫ যাত্রী নিয়ে গঙ্গায় ডুবল নৌকা, অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা

বিহারে নৌকাডুবিতে মৃত্যু হতে পারে অন্তত ১০ জনের।

ডুবে যাওয়া নৌকাতে ৫৫ জন যাত্রী ছিলেন৷ সূত্রের দাবি, যাত্রীদের মধ্যে এখনও ১০ জনের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজদের উদ্ধার করতে বিশেষ অভিযানও শুরু হয়েছে।

বিহারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অন্তত দশজন। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের দানাপুরের শাহপুর থানা এলাকায়। জানা গিয়েছে, ডুবে যাওয়া নৌকাতে ৫৫ জন যাত্রী ছিলেন৷ সূত্রের দাবি, যাত্রীদের মধ্যে এখনও ১০ জনের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ যাত্রীদের মধ্যে দু'জন শিশু আছে বলে জানা গিয়েছে। নিখোঁজদের উদ্ধার করতে বিশেষ অভিযানও শুরু হয়েছে।

জানা গিয়েছে, নৌকায় থাকা সকলেই পটনার দাউদপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা শ্রমিকরা দিনের কাজ শেষ করে নদী পেরিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সেসময় এই দুর্ঘটনা ঘটেবলে জানা গিয়েছে। ডুবুরিদের সহায়তায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও ১০ জনের খোঁজ মেলেনি। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, প্রবল বাতাস ও স্রোতের কারণে নৌকাটি গঙ্গার মাঝখানে উলটে গিয়েছিল।

পটনার জেলাশাসক ডাঃ চন্দ্রশেখর সিং ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি বলেছেন, রবিবার ডুবুরিদের ব্যাপক তল্লাশি অভিযান ও চেষ্টা সত্ত্বেও নিখোঁজ কোনও ব্যক্তিরই সন্ধান পাওয়া যায়নি। সোমবারও তল্লাশি অভিযান জারি থাকবে। এদিকে শাহপুর থানার এসএইচও মোহাম্মদ শফির আলম বলেন, ‘উলটে যাওয়া নৌকাটিতে বেশিরভাগ যাত্রী কৃষক ছিলেন। তাঁরা পাশের গ্রামে ফসল চাষ করে নিজেদের বাড়ি ফিরছিলেন। তবে ঘটনার কারণ নিয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। প্রাথমিক পুলিশ তদন্তে বলা হয়েছে যে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে একপাশে হেলে পরে। এরপর সেটি উলটে যায়।’

বন্ধ করুন