ভেসে গেল। সব ভেসে গেল। সাম্বার দেশে এখন কান্না আর হাহাকার শোনা যাচ্ছে। শিশু থেকে প্রৌঢ় কেউ বাদ যাচ্ছে না মৃত্যুর মুখ থেকে। ভয়াবহ নাগাড়ে বর্ষণ মৃত্যুর সংখ্যা বাড়িয়েই চলেছে। আর কত মৃত্যু হলে এই বর্ষণ থামবে? এখন এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। সৌদি আরব, কেনিয়ায় ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। এখন তা ব্রাজিলে আছড়ে পড়েছে। আর এই বৃষ্টিতে বন্যা–প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। তাই বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ জনপদ। এমনকী কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ বন্য়া হয়েছে ফুটবলের দেশ ব্রাজিলে। এই বন্যার জেরে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুল ভেসে গিয়েছে। প্রবল বর্ষণে এখন পর্যন্ত ১০০ জন মানুষের মৃত্যু হয়েছে। ১৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় দেড় লাখ মানুষ। কারণ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।
ব্রাজিলের প্রশাসন সূত্রে খবর, ব্রাজিলের রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে ব্যাপক বন্যায় একাধিক শহর জলের তলায় চলে গিয়েছে। এই ভয়াবহ বন্যার জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ১০০ জন মানুষ মারা গিয়েছেন। নদীর জল ফুলে উঠে বানভাসী পরিস্থিতি তৈরি করেছে। প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ গৃহহীন। দু’লাখ মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন। ওখানকার জিংহুয়া নিউজ এজেন্সি জানাচ্ছে, ব্রাজিলের রাজধানী পোর্টো আলেগ্রে বন্যার জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা দেশ থেকে। আর বিমানবন্দর, বাস, স্টেশন বন্ধ হয়ে গিয়েছে। প্রধান সড়কগুলিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রাজিল সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, বন্যার ভয়াবহ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।
আরও পড়ুন: সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো এবার গ্রামবাংলার পথে, অভিনব পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের
এদিকে ৪৯৭টি গ্রামের মধ্যে ৪১৪টি গ্রাম চাষাবাদের সঙ্গে জড়িত। সীমান্তপারে থাকা ব্যবসায়ীরা ফসল শস্য পাঠাতে পারছেন না উরুগুয়ে, আর্জেন্টিনায়। ফলে খাদ্য সংকট দেখা দিতে চলেছে। কদিন আগে ভয়াবহ বৃষ্টি–বন্যায় বিপর্যস্ত হয়েছে কেনিয়ার মাসাই মারা রিজার্ভ ফরেস্ট। সেখানে আটকে পড়েন ১০০ জন পর্যটক। কেনিয়া রেড ক্রস তখন জানিয়েছিল, তারা ৬১ জনকে নানা ক্যাম্প ও লজ থেকে উদ্ধার করেছে। পুরো উদ্ধারকার্য হয়েছে আকাশপথে এবং সড়কপথে। এখন ব্রাজিলে যা পরিস্থিতি তাতে দেশের আর্থিক ক্ষতি হয়েছে ব্যাপক। চাষের ক্ষতি হয়েছে সাংঘাতিক। সমস্ত পরিকাঠামো ভেঙে পড়েছে।
অন্যদিকে কেনিয়ায় সম্প্রতি হওয়া এত বড় বিপর্যয় আগে ঘটেনি। বাঁধ ভেঙে পড়েছিল সেখানে। তার জেরে জলে প্লাবিত হয়ে কেনিয়ায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন কমপক্ষে ১৭০ জন। বাস্তুহারা হতে হয়েছে অন্তত ২ লক্ষ মানুষজনকে। কদিন ধরেই কেনিয়ায় প্রবল বৃষ্টি হয়ে চলেছে। তার জেরে ফেঁপে উঠেছিল সেদেশের অধিকাংশ নদী এবং জলাশয়। ঘরছাড়া হন ১ লক্ষ ৯৫ হাজার মানুষ। এল নিনোর জেরেই এই বৃষ্টি বলে জানা যাচ্ছে। এবার তা ভয়াবহ আকার নিল ব্রাজিলে। ফুটবল সম্রাটের দেশে এখন লন্ডভন্ড অবস্থা। শুধুই স্বজন হারানো কান্না আর হাহাকার শোনা যাচ্ছে।