ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়ার মিশে যাওয়ার ক্ষেত্রে এবার সবুজ সংকেত দিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। এটা যদি হয় তবে ভারতের উড়ানের ইতিহাস অন্য মোড় নেবে। বর্তমানে ভিস্তারার ৫১ শতাংশ রয়েছে টাটাদের হাতে আর ৪৯ শতাংশ অংশীদার রয়েছে সিঙ্গাপুরের হাতে।
আর এটা পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার পরে সিঙ্গাপুরের হাতে থাকবে ২৫.১ শতাংশ আর বাকিটা থাকবে টাটাদের হাতে। সিসিআইয়ের তরফে এক্স প্লাটফর্মে জানানো হয়েছে, সিসিআই টাটা SIA Airlines-এর সঙ্গে এয়ার ইন্ডিয়ার মিশে যাওয়াকে অনুমোদন দিয়েছে।
এদিকে এই পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার পরে বিপুল বিনিয়োগ হতে পারে বলেও খবর। তবে এর আগে ভিস্তারার সিইও বিনোদ কান্নান টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছিলেন, আমরা এটা আমাদের সহযোগীদের উপর আস্থা রাখতে পারি যে তারা কোনও কমা জিনিসে এটাকে রূপান্তরিত করে দেবেন না। এই এয়ারলাইন্স মিলে যাওয়া পরেও ভিস্তারা সম্পর্কে সাধারণ মানুষ যা আশা করেন সেটা হয়তো হবে।
তবে ওয়াকিবহাল মহলের মতে, এভাবে ভিস্তারার সঙ্গে টাটার এয়ার ইন্ডিয়া মিশে যাওয়া নিঃসন্দেহে একটা বড় ধাপ। এদিকে SIA আর টাটা সনস গত এপ্রিল মাসে এই মার্জারের ব্যাপারে আবেদন করেছিল সিসিআইয়ের কাছে। তারা জানিয়েছিল এই মিশে যাওয়ার মাধ্যমে ভারতের উড়ানের বাজারে বড় কোনও খারাপ প্রভাব ফেলবে না। তবে ওয়াকিবহাল মহলের মতে এই মিশে যাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের দেশিয় বিমানের গ্রহণযোগ্যতা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।