বহু বিতর্কের পর শেষমেশ চিনের সেনা জাহাজ ছাড়ল শ্রীলঙ্কার হামবানতোতা বন্দর। এক সপ্তাহ ধরে এই বন্দরে ছিল জাহাজটি। এই জাহাজের অবস্থান নিয়ে ভারত সহ বহু প্রতিবেশী দেশ সুর চড়া করেছিল। তবে যাবতীয় বিতর্ককে পিছনে ফেলে এই জাহাজ শেষমেশ শ্রীলঙ্কায় চিন নির্মিত বন্দর হামবানতোতা পার করে বেরিয়ে যায়।
চিন নির্মিত জাহাজ ইউয়ান ওয়াং ৫ মূলত বালাস্টিক মিসাইল, স্যাটেলাইট, রকেট সম্পর্কে নজরদারি রাখে। আর বিশ্লেষকদের থেকে আসা এই তথ্য ঘিরে স্বভাবতই জল্পনার পারদ চড়েছে। সামরিক শক্তির দিক থেকে শ্রীলঙ্কার উত্তর দিকে অবস্থিত চিন নির্মিত এই বন্দরকে চিন সামরিক কাজে লাগাতে পারে কি না তা ভাবাচ্ছে ভারতকে। এদিকে কূটনৈতিক দিক থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা বহুদিন ধরেই আর্থিক বিপর্যয়ে। সেই জায়গা থেকে চিন ও ভারতের মতো দেশের দিকে তাকিয়ে রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এমন এক পরিস্থিতিতে চিনের এই জাহাজকে কূটনৈতিক দিক থেকে অনুমোদন দিতে খানিকটা বিলম্ব করে কলম্বো। তবে শেষ পর্যন্ত চিনের দিকেই ঝোঁকে শ্রীলঙ্কা। পড়ুন অন্যরকমের খবর-পিরিয়ডের ডেট আগে,পরে হচ্ছে? ফাইব্রয়েড ভাবাচ্ছে? কোন শাকপাতা, মশলা উপকারি জানুন
শ্রীলঙ্কার উত্তর সীমান্ত থেকে বের হয়ে হামবানতোতা ছেড়ে এবার শ্রীলঙ্কার দক্ষিণের বন্দরের দিকে যাচ্ছে চিনের নির্মিত এই বিতর্কিত জাহাজ। তবে এই জাহাজের আসন্ন গন্তব্য কোথায় তা এখনও স্পষ্ট নয়। চিনের সেনা পিএলএকে স্ট্র্যাটেজিক সাপোর্টে সাহায্য করে ইউয়ান ওয়াং ৫ এর মতো যুদ্ধ জাহাজ। সেই জায়গা থেকে ভারতের কাছে এই জাহাজের গতিবিধি বেশ গুরুত্বপূর্ণ।