বাংলা নিউজ > ঘরে বাইরে > ভার্চুয়াল রুমে অডিয়ো চ্যাট! অ্যান্ড্রয়েডে আসতে চলেছে তুমুল জনপ্রিয় Clubhouse

ভার্চুয়াল রুমে অডিয়ো চ্যাট! অ্যান্ড্রয়েডে আসতে চলেছে তুমুল জনপ্রিয় Clubhouse

ভার্চুয়াল রুমে অডিয়ো চ্যাট! অ্যান্ড্রয়েডে আসতে চলেছে তুমুল জনপ্রিয় Clubhouse। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

এই অ্যাপের ক্ষেত্রে হোয়াটস্যাপ বা মেসেঞ্জারের মতো ডাউনলোড করে সাইনআপ করে নিলেই হয় না।

মার্কিন মুলুকে ভীষণ জনপ্রিয় ভার্চুয়াল রুম চ্যাট অ্যাপ Clubhouse এবার আসছে অ্যান্ড্রয়েড ভার্সনে।

বিশ্বের ধনীতম মানুষ, স্পেসএক্স ও টেসলার কর্ণধার ইলন মাস্ককে চেনেন? তিনি পর্যন্ত স্বয়ং এই অ্যাপ ব্যবহারের করেন বলে জানিয়েছেন। তাহলেই বুঝতে পারছেন কতটা ব্যতিক্রমী Clubhouse। তবে এই অ্যাপের ক্ষেত্রে হোয়াটস্যাপ বা মেসেঞ্জারের মতো ডাউনলোড করে সাইনআপ করে নিলেই হয় না। অ্যাপে জয়েন করতে হলে লাগবে ইনভিটেশন। তবেই অ্যাপে প্রবেশ করতে পারবেন আপনি।

ফেসবুক রুমেরই মতো Clubhouse-র মূল ভিত্তি হল বিভিন্ন ভার্চুয়াল রুম। তাতে থাকে এক বা একাধিক স্পিকার। তিনি সেই রুমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপে আপনার পছন্দের বিষয়ের রুমগুলিকে ফলো করতে পারবেন।

মানে ধরুন, আপনার ইলন মাস্কের বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে ভালো লাগে। সেক্ষেত্রে তাঁর রুম ফলো করতে পারেন। তাঁর বিভিন্ন ভয়েস মেসেজগুলো শুনতে পারবেন। আপনার আগ্রহ উপর ভিত্তি করেই পাবেন আরও রুমের সাজেশান। ঠিক ইউটিউব বা ইনস্টাগ্রামের মতোই।

এতদিন শুধুমাত্র iOS ব্যবহারকারীরাই এই অ্যাপ ব্যবহার করতে পারতেন। তবে, তুমুল জনপ্রিয়তার পর এবার নির্মাতা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা পল ডেভিডসন জানিয়েছেন, চিন্তা নেই, খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ফোনে পাবেন Clubhouse অ্যাপ।

বন্ধ করুন