বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress Working Committee: কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি গঠন খাড়গের, অন্তর্ভুক্ত শশী থারুর ও সচিন পাইলট

Congress Working Committee: কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি গঠন খাড়গের, অন্তর্ভুক্ত শশী থারুর ও সচিন পাইলট

কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে শশী থারুর ও সচিন পাইলট

আজ নবগঠিত ওয়ার্কি কমিটি প্রকাশ করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই কমিটিতে স্থান পেয়েছেন শশী থারুর। তাতে জায়গা পেয়েছেন রাজস্থানের ‘বিদ্রোহী’ কগ্রেস নেতা সচিন পাইলট।

বিগত কয়েক বছরে একাধিকবার 'বিদ্রোহ' করে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন সচিন পাইলট। তবে রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে এবার সেই সচিন পাইলটকেই কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হল। আজ নবগঠিত ওয়ার্কি কমিটি প্রকাশ করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই কমিটিতে স্থান পেয়েছেন শশী থারুরও। উল্লেখ্য, কংগ্রেস সভাপতি পদের জন্য খাড়গের বিরুদ্ধে লড়াই করেছিলেন শশী থারুর। গান্ধী বিরোধী 'বিদ্রোহী গোষ্ঠী'র অন্যতম সদস্য ছিলেন শশী। তবে দলের কাঠামো বদলের তুললেও দলবিরোধী কথা কখনও শশী বলেননি।

এর আগে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ফল ঘোষণার সময় বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল শশী থারুরের শিবিরের তরফে। অভিযোগ করা হয়, কংগ্রেস সভাপতি নির্বাচনে বেনিয়ম হয়েছে। এই বিষয়ে কংগ্রেসের সভাপতি প্রার্থী শশী থারুরের নির্বাচনী এজেন্ট সলমন সোজ নির্বাচনী আধিকারিক মধুসূদন মিস্ত্রির সঙ্গে কথা বলেছিলেন। পরে জানা যায়, উত্তরপ্রদেশের সব ডেলিগেটের ভোট বাতিল করার দাবি তুলেছিলেন শশী থারুরের শিবিরের নেতারা। পাশাপাশি মল্লিকার্জুন খাড়গে শিবিরের বিরুদ্ধে ভোটগণনায় প্রভাব খাটানোর অভিযোগ তুলেছিল থারুরের শিবির। শশী শিবিরের দাবি ছিল, খাড়গে ঘনিষ্ঠ বহু নেতা বেআইনি ভাবে গণনা কেন্দ্রে ছিলেন। তা নিয়ে তিক্ততা তৈরি হয়েছিল দলের অন্দরে। তবে সেসব তিক্ততা দূরে সরিয়ে রেখে শশীকে ওয়ার্কিং কমিটিতে স্থান দিলেন খাড়গে।

এদিকে রাজস্থানে বিধানসভা নির্বাচন আসন্ন। সেখানে অশোক গেহলট বনাম সচিন পাইলটের দ্বৈরথে অস্বস্তিতে কংগ্রেস। বিগত পাঁচ বছর ধরে সরকার চালানোর সময়ও এই দুই নেতার অন্তর্দ্বন্দ্বে ভুগতে হয়েছে দলকে। দু'বার সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছিল। উপমুখ্যমন্ত্রী পদ খোয়াতে হয়েছে সচিন পাইলটকে। এদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য কংগ্রেস সভাপতি পদে বসেননি অশোক গেহলট। আবার সম্প্রতি নতুন করে রাজস্থানের কংগ্রেস সরকারকে অস্বস্তিতে ফেলে বিভিন্ন কর্মসূচি করছেন সচিন পাইলট। এই পরিস্থিতিতে সচিনকে এই কমিটিতে রাখা বেশ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

‘টাকা নিয়ে ওঁনারা কী করেন?’ ডাক্তারদের নিয়ে নচিকেতার পুরোনো গান ভাইরাল, হল ট্রোল ‘২০২২ পর থেকে আর আমরা পুজোর গান নিয়ে আসিনি…’ কেন এমন বললেন অর্কদীপ দক্ষিণ কলকাতার সেরা ১০ পুজো HT বাংলার চোখে! আপনার প্যান্ডেল হপিং লিস্টে আছে তো? ND vs SL Women's T20 WC Live: শেফালি-মন্ধনার ওপেনিং জুটিতে লড়াই শুরু ভারতের 'ভেবেছিলাম, বয়স বাড়লে শান্তি পাব…',তবে জন্মদিনেও ঠিক খুশি হতে পারছেন না শিলাজিৎ বোধনের দিনে বোধোদয়? আমরণ অনশনের ৯৪ ঘণ্টার মাথায় জুনিয়র ডাক্তারদের ডাকল রাজ্য এবার শ্লীলতাহানির শিকার তরুণী চিকিৎসক পড়ুয়া, ওপিডিতেই ডাক্তারের হাতে যৌন নিগ্রহ পুজোর আবহে বাড়িতেই বানাতে পারেন ভোগের লাবড়া, খিচুড়ির সঙ্গে যেন অমৃত যিশু মজে অন্য নারীতে! দুর্গাপুজোয় মুম্বইতে কোন নায়কের সঙ্গে একফ্রেমে নীলাঞ্জনা? ২০০-র দরজায় রুট, শতরান ব্রুকের, পাকিস্তানের ইঁটের জবাবে পাথর ছুঁড়ছে ইংল্যান্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.