বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi High Court on Sjoerd Marijne’s Book: ‘খেলোয়াড়দের গোপন তথ্য প্রকাশ নয়’,মহিলা হকি দলের প্রাক্তন কোচর বই নিয়ে বলল HC

Delhi High Court on Sjoerd Marijne’s Book: ‘খেলোয়াড়দের গোপন তথ্য প্রকাশ নয়’,মহিলা হকি দলের প্রাক্তন কোচর বই নিয়ে বলল HC

রানি রামপালের সঙ্গে শোয়ার্ড মারিন (ফাইল ছবি - টুইটার)

নিজের বইতে বিস্ফোরক সব দাবি করেছেন ডাচ কোচ মারিন। পাশাপাশি মহিলা হকি দলের কিছু সদস্যকে নিয়ে বেশ কিছু কথাও লিখেছেন তিনি।

টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন। তবে অলিম্পিকের পরই দায়িত্ব ছেড়েছিলেন। এহেন শোয়ার্ড মারিন চলতি বছরে ভারতের মহিলা হকি দলের উত্থান নিয়ে সম্প্রতি বই (Will Power: The Inside Story of the Incredible Turnaround in Indian Women's Hockey) লেখেন। সেই বইয়ের বিরুদ্ধে কোর্টে গিয়েছিল ভারতীয় হকি দল। ডাচ হকি কোচের পাশাপাশি প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স ইন্ডিয়ার বিরুদ্ধেও কোর্টে যায় তারা। এই আবহে সেই বইটির প্রকাশনা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।

উল্লেখ্য, নিজের বইতে বিস্ফোরক সব দাবি করেছেন ডাচ কোচ মারিন। পাশাপাশি মহিলা হকি দলের কিছু সদস্যকে নিয়ে বেশ কিছু কথাও লিখেছেন তিনি। এই আবহে বইয়ের বিভিন্ন অংশ নিয়ে আপত্তি রয়েছে হকি খেলোয়াড়দের। এই আবহে দিল্লি উচ্চ আদালতের বিচারপতি অমিত বনশাল পর্যবেক্ষণ করেন, যেই অংশগুলি নিয়ে প্রশ্ন উঠেছে তা যদি জনসমক্ষে চলে আসে তাহলে কিছু খেলোয়াড়ের ভাবমূর্তি নষ্ট হতে পারে।

এদিকে প্রাথমিক ভাবে আদালত পর্যবেক্ষণ করেছে যে হকি ইন্ডিয়ার সঙ্গে মারিনের যে গোপনীয়তা রক্ষার চুক্তি হয়েছিল, তা লঙ্ঘন করেছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৮ নভেম্বর। এদিকে হকি ইন্ডিয়ার দাবি ছিল, মারিনের বইতে বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে যাতে কপিরাইট লঙ্ঘিত হয়েছে। প্রসঙ্গত, অলিম্পিক্সে মারিনের কোচিংয়ে চতুর্থ স্থান অর্জন করে ভারতের মহিলা দল। মহিলা দলের দায়িত্বে আসার আগে পুরুষ দলের কোচ ছিলেন মারিন। এই আবহে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলের খেলোয়াড়দের অভিযোগ, নিজের বই বিক্রির স্বার্থে মিথ্যা কথা বলছেন মারিন। এই আবহে আদালত হকি ইন্ডিয়ার পক্ষে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.