গত কয়েক বছর ধরেই ধনতেরসে সোনা কেনার একেবারে হিড়িক পড়ে গিয়েছে। দাম যাই হোক, একটু সোনা রূপো না কিনলে যেন চলেই না।
এদিকে মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, গত বছরের দেওয়ালি থেকেই সোনার দাম প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। এদিকে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১১,০০০ টাকা বেড়ে হয়েছে ৬১,০০০ টাকা করে।
এদিকে সম্ভত ২০৮০ (Samvat 2080) নিয়ে ভারতীয় স্টক মার্কেটেও একটা বাড়তি উৎসাহ রয়েছে। মানে এটাকে নতুন হিন্দু বছর অথবা বিক্রম সম্ভব বলে উল্লেখ করা হয়। উত্তর ভারতে এটা খুব প্রচলিত। মানে এই বছর থেকে বিনিয়োগকারীরাও নতুন আশায় নতুন করে বিনিয়োগ করতে শুরু করেন। বিক্রম সম্ভত ক্যালেন্ডার হল একটা চান্দ্র ক্যালেন্ডার। আর দিওয়ালি থেকেই তার নতুন বছর শুরু হয়। আর সম্ভত ২০৮০ শুরু হচ্ছে ২০২৩ সালের দিওয়ালি থেকে।
বলা হচ্ছে এবছর ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে সম্ভত ২০৮০। আর সেদিন থেকে একেবারে মহা উৎসাহে ঝাঁপিয়ে পড়বেন বিনিয়োগকারীরা। সেদিন থেকে মহরৎ ট্রেডিংয়ের জন্যও তৈরি হচ্ছেন বিনিয়োগকারীরা। এটাকে বিনিয়োগের অত্যন্ত ভালো সময় বলে মনে করা হয়।
মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মতিলাল অসওয়াল গ্রুপের কমোডিটিজ অ্যান্ড কারেন্সিসের ভাইস প্রেসিডেন্ট অমিত সাজেজা জানিয়েছেন, বর্তমান গোটা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির জেরে সোনার দাম কিছুটা বেড়েছে। ৬১,০০০ এর থেকে যদি কমে যায় সোনার দাম তবে দীর্ঘ সময়ের জন্য এই সোনার কিনে রাখা যেতেই পারে।
তিনি জানিয়েছেন, পরের দেওয়ালি পর্যন্ত সোনার দাম ৬৫,০০০ থেকে ৬৭ হাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্রমেই অবনতির জেরে এটা হতে পারে। তিনি জানিয়েছেন, সোনার দাম ৮-১০ শতাংশ বাড়তে পারে। আগামী দেওয়ালিতে ১০ গ্রামের দাম ৬৫,০০০ হতে পারে। এটা ৬৭,০০০ ও হতে পারে। তবে গড়পরতায় ৬৫,০০০ এর মধ্য়ে থাকতে পারে।
অন্যদিকে আমেরিকায় সুদের হারের বৃদ্ধির ইতি হতে পারে এবার। এটা সোনার ক্ষেত্রে একটা ইতিবাচক দিক।