বাংলা নিউজ > ঘরে বাইরে > Diwali 2023: আসছে Samvat 2080, বিনিয়োগের ভালো সময়! সোনার দাম কেমন থাকবে? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

Diwali 2023: আসছে Samvat 2080, বিনিয়োগের ভালো সময়! সোনার দাম কেমন থাকবে? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

সোনা এবং রুপোর দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বলা হচ্ছে এবছর ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে সম্ভত ২০৮০। আর সেদিন থেকে একেবারে মহা উৎসাহে ঝাঁপিয়ে পড়বেন বিনিয়োগকারীরা। সেদিন থেকে মহরৎ ট্রেডিংয়ের জন্যও তৈরি হচ্ছেন বিনিয়োগকারীরা। এটাকে বিনিয়োগের অত্যন্ত ভালো সময় বলে মনে করা হয়।

গত কয়েক বছর ধরেই ধনতেরসে সোনা কেনার একেবারে হিড়িক পড়ে গিয়েছে। দাম যাই হোক, একটু সোনা রূপো না কিনলে যেন চলেই না। 

এদিকে মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, গত বছরের দেওয়ালি থেকেই সোনার দাম প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। এদিকে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১১,০০০ টাকা বেড়ে হয়েছে ৬১,০০০ টাকা করে। 

এদিকে সম্ভত ২০৮০ (Samvat 2080) নিয়ে ভারতীয় স্টক মার্কেটেও একটা বাড়তি উৎসাহ রয়েছে। মানে এটাকে  নতুন হিন্দু বছর অথবা বিক্রম সম্ভব বলে উল্লেখ করা হয়। উত্তর ভারতে এটা খুব প্রচলিত। মানে এই বছর থেকে বিনিয়োগকারীরাও নতুন আশায় নতুন করে বিনিয়োগ করতে শুরু করেন। বিক্রম সম্ভত ক্যালেন্ডার হল একটা চান্দ্র ক্যালেন্ডার। আর দিওয়ালি থেকেই তার নতুন বছর শুরু হয়। আর সম্ভত ২০৮০ শুরু হচ্ছে ২০২৩ সালের দিওয়ালি থেকে। 

বলা হচ্ছে এবছর ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে সম্ভত ২০৮০। আর সেদিন থেকে একেবারে মহা উৎসাহে ঝাঁপিয়ে পড়বেন  বিনিয়োগকারীরা। সেদিন থেকে মহরৎ ট্রেডিংয়ের জন্যও তৈরি হচ্ছেন বিনিয়োগকারীরা। এটাকে বিনিয়োগের অত্যন্ত ভালো সময় বলে মনে করা হয়। 

মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মতিলাল অসওয়াল গ্রুপের কমোডিটিজ অ্যান্ড কারেন্সিসের ভাইস প্রেসিডেন্ট অমিত সাজেজা জানিয়েছেন, বর্তমান গোটা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির জেরে সোনার দাম কিছুটা বেড়েছে। ৬১,০০০ এর থেকে যদি কমে যায় সোনার দাম তবে দীর্ঘ সময়ের জন্য এই সোনার কিনে রাখা যেতেই পারে। 

তিনি জানিয়েছেন, পরের দেওয়ালি পর্যন্ত সোনার দাম ৬৫,০০০ থেকে ৬৭ হাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্রমেই অবনতির জেরে এটা হতে পারে। তিনি জানিয়েছেন, সোনার দাম ৮-১০ শতাংশ বাড়তে পারে। আগামী দেওয়ালিতে ১০ গ্রামের দাম ৬৫,০০০ হতে পারে। এটা ৬৭,০০০ ও হতে পারে। তবে গড়পরতায় ৬৫,০০০ এর মধ্য়ে থাকতে পারে। 

অন্যদিকে আমেরিকায় সুদের হারের বৃদ্ধির ইতি হতে পারে এবার। এটা সোনার ক্ষেত্রে একটা ইতিবাচক দিক। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.