বাংলা নিউজ > ঘরে বাইরে > Dominos Pizza for Rickshaw Puller: রোজ গ্রাহকদের পৌঁছে দেন, নিজেরা ঢোকেন না, রিক্সাচালকদের পিৎজা খাওয়াল Domino's

Dominos Pizza for Rickshaw Puller: রোজ গ্রাহকদের পৌঁছে দেন, নিজেরা ঢোকেন না, রিক্সাচালকদের পিৎজা খাওয়াল Domino's

ডোমিনোজ স্টোরে পিৎজা খাচ্ছেন রিক্সাচালকরা। (ছবি সৌজন্যে, ফেসবু@dominospizzabn)ক 

Dominos Pizza for Rickshaw Puller: রিক্সাচালকদের বিনামূল্যে পিৎজা খাওয়াল ডোমিনোজ বাংলাদেশ। সেই ছবি ফেসবুকে পোস্ট করা হয়। তা নেটিজেনদের মন জিতে নিয়েছে।

কাস্টমারদের ডোমিনোজের স্টোরে পৌঁছে দেন রিক্সাচালকরা। কিন্তু তাঁরা স্টোরের ভিতরে আসেন না। সেজন্য রিক্সাচালকদের জন্য বিশেষ আয়োজন করল ডোমিনোজ বাংলাদেশ। রিক্সাচালকদের বিনামূল্যে পিৎজা খাওয়ানো হল। যা মন জিতে নিয়েছে নেটিজেনদের।

গত শুক্রবার ডোমিনোজ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে (Domino's Pizza Bangladesh) একটি পোস্টে বলা হয়, ‘অনেক রিক্সাচালক ভাই প্রতিদিন আমাদের কনজিউমারদের স্টোরে পৌঁছে দেন। কিন্তু তাঁরা কখনও স্টোরে প্রবেশ করেন না। তাই আমরা আজ রিক্সাচালক ভাইদের জন্য বিনামূল্যে পিৎজা খাওয়ার আয়োজন করেছিলাম।’ আপাতত ডোমিনোজের ফেসবুক পেজে প্রথম এবং দ্বিতীয় দিনের ছবি পোস্ট করা হয়েছে। তাতে রিক্সাচালকদের কোল্ড-ড্রিঙ্কসের সঙ্গে পিৎজা খেতে দেখা গিয়েছে।

সেই পোস্ট নেটপাড়ার মন জিতে নিয়েছে। এক নেটিজেন বলেন, 'অত্যন্ত প্রশংসনীয় কাজ। এই দারুণ কাজটা এগিয়ে নিয়ে চলুন।' অপর এক নেটিজেন বলেন, 'মাশাল্লাহ! দারুণ উদ্যোগ। আমরা তো খেতেই পারি। কিন্তু ওঁদের জন্য চিন্তা করে সেটা কার্যকর করার বিষয়টা অত্যন্ত বড় মনের পরিচয়। স্যালুট আপনাদের।' অপর একজন বলেন, 'এরকম উদ্যোগ খুব ভালো। অধিকাংশ ব্র্যান্ড যখন গুটিকয়েক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েরার্সদের ডেকে খাইয়ে দেয় এবং পেড প্রিভিউ নেয়, আপনারা ঠিক জায়গায় নজর দিয়েছেন।'

তবে খোঁচা দিতেও চাননি কেউ কেউ। ডোমিনোজ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে এক নেটিজেন বলেন, ‘অবশ্যই অনেক ভালো কাজ, তবে তাঁদেরকে টি-শার্ট দিয়ে ফ্রি'তে মার্কেটিং করে নিলেন। পুরোপুরি নন-প্রফিট প্রজেক্ট হলে দেখতে ভালো লাগত তো!’

আরও পড়ুন: Zomato: খাবার দিতে এসে তরুণীকে জড়িয়ে ধরে চুমু খেলেন ডেলিভারি বয়, বললেন…

ওই ডোমিনোজ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে যে ছবিগুলি পোস্ট করা হয়েছে, সেগুলি ইস্কাটন স্টোরের বলে জানানো হয়েছে। গত ২ অগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকার ইস্কাটনে সেই আউটলেট খোলা হয়েছে। যা বাংলাদেশে ডোমিনোজের একাদশ আউটলেট। তাছাড়া ধানমণ্ডি, মীরপুর-২, মীরপুর-১২, বনানি, উত্তরার মতো জায়গায় ডোমিনোজ বাংলাদেশের আউটলেট আছে।

বন্ধ করুন