HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ভালো-ভালো কর্মীরাই থেকে যাচ্ছে’, গণ-ইস্তফায় ডোন্ট কেয়ার মনোভাব ইলন মাস্কের

'ভালো-ভালো কর্মীরাই থেকে যাচ্ছে’, গণ-ইস্তফায় ডোন্ট কেয়ার মনোভাব ইলন মাস্কের

কর্মীদের গণ-ইস্তফা সংক্রান্ত এক টুইটের উত্তরে ইলন মাস্ক বলেন, সবচেয়ে ভাল কর্মীরা থাকছেন। আমি খুব বেশি চিন্তিত নই।

ফাইল ছবি: এএফপি

প্রচুর কাজের চাপ। আর হঠাত্ হঠাত্ ছাঁটাই। এমন পরিস্থিতিতে গণ-ইস্তফা দেওয়ার পরিকল্পনা করছেন টুইটার কর্মীদের একাংশ। তবে তাতে এতটুকুও চিন্তিত নন ইলন মাস্ক। তিনি জানান, 'আল্টিমেটামে'-র পর চাকরি ছাড়া কর্মীদের নিয়ে তিনি চিন্তিত নন। তাঁর কথায়, যাঁরা সত্যিই পরিশ্রমী, তাঁরাই শুধুমাত্র কোম্পানিতে থেকে যাবেন। সোমবার পর্যন্ত সাময়িকভাবে টুইটারের অফিস বন্ধ রাখা হয়েছে।

এই বিষয়ে এক টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে ট্যাগ করে প্রশ্ন করেন। তিনি জানতে চান, অনেকেই বলছেন টুইটার বন্ধ হয়ে যাবে। কিন্তু টুইটার তো নিজে থেকেই চলে, তাই না? আমার মনে হয়, ইঞ্জিনিয়াররা অদল-বদল করার জন্যই থাকেন, শুধু টুইটার চালু রাখার জন্য নয়। যদিও আমার এই বিষয়ে জ্ঞান কম। 

ছবি: টুইটার

এর উত্তর দেন ইলন মাস্ক। সেখানেই তিনি বলেন যে, সবচেয়ে ভাল কর্মীরা থাকছেন। আমি খুব বেশি চিন্তিত নই।

সমালোচনা যতই হোক। ইলন মাস্কের তাতে কিছুই যায় আসে না। ইলনের টুইটার নীতি নিয়ে বিতর্ক হতেই পারে। কিন্তু এই বিতর্কের জেরেই বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। ইলন মাস্ক লেখেন, 'সংবাদমাধ্যমে নিয়মিত টুইটার সম্পর্কে লেখা হচ্ছে। আর তার ফলে টুইটার ব্যবহারকারীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। তাই আমার এতে কোনও আপত্তি নেই!'

এক টুইটার ব্যবহারকারী, সোশ্যাল মিডিয়া সংস্থাটি নিয়ে সংবাদমাধ্যমের একাংশের রিপোর্টিংয়ের ধরনের উল্লেখ করেন। ওই ব্যক্তি বলেন, 'সংবাদমাধ্যম ইলন মাস্ককে খারাপভাবে দেখানোর চেষ্টা করছে। এখানে দু'টি শিরোনামের উদাহরণ দিলাম। এই দুই শিরোনামই পরস্পরের বিরোধী। এর থেকে একটিই বিষয় প্রমাণ হয়। ইলন সম্পর্কে কিছু খারাপ পেলেই তা লিখে দেওয়া হচ্ছে। এটি পক্ষপাতের চরম নিদর্শন।' তার প্রেক্ষিতেই রিপ্লাইতে এই কথা বলেন ইলন মাস্ক। আরও পড়ুন: টুইটারে ফের ব্লু টিকে সাবস্ক্রিপশন ফিরে আসবে! কবে থেকে হচ্ছে বদল?

ছবি: টুইটার

প্রসঙ্গত, সম্প্রতি টুইটারের কর্মচারীরা গণ-ইস্তফার ইঙ্গিত দিয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, একাধিক রিপোর্ট অনুযায়ী, শয়ে-শয়ে টুইটার কর্মচারী ইস্তফা দিতে মুখিয়ে আছেন। আর সেই কারণে সংস্থার বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তার সঙ্গে আলোচনা করছেন ইলন। গুরুত্বপূর্ণ কর্মীদের সঙ্গে নিজেই কথা বলছেন ইলন। তাঁদের চাকরিতে থাকার অনুরোধ করছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। এই বিষয়ে আরও জানতে পড়ুন: Twitter 'Mass Resignation': আত্মঘাতী হল ইলনের ‘চরমবার্তা’? মুড়ি-মুড়কির মতো টুইটার ছাড়ছেন কর্মীরা: রিপোর্ট

ইলন মাস্ক সম্প্রতি টেসলা, স্পেসএক্স এবং টুইটার কর্মীদের জন্য একটি অভ্যন্তরীণ ই-মেলও পাঠান। তাতে কাজের মান আরও উন্নত করার জন্য কিছু পরামর্শ দেন তিনি। তাঁর দাওয়াই,

১. অহেতুক মিটিং করা যাবে না। বড় সংস্থাগুলি ঘনঘন অপ্রয়োজনীয় মিটিং ডেকে কাজের সময় নষ্ট করে।

২. খুব বেশি প্রয়োজন মনে হলে, তবেই মিটিং ডাকতে হবে। সেটি যতটা সম্ভব সংক্ষিপ্ত ও দ্রুত সারতে হবে।

৩. কোনও কর্মী যদি মিটিংয়ে এসে মনে করেন যে, এখানে তাঁর না থাকলেও চলবে, সেক্ষেত্রে তিনি মিটিং রুম বা ভিডিয়ো কনফারেন্স থেকে বেরিয়ে যেতে পারেন।

৪. মিটিং ছেড়ে বেরিয়ে যাওয়াটা কখনই অপমানজনক নয়। বরং জোর করে কাউকে মিটিংয়ে বসিয়ে রাখাটাই অপমানজনক।

ঘরে বাইরে খবর

Latest News

ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে, তবে এখন বলছে…তোপ প্রিয়াঙ্কার রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.